কপ্টার না মেলায় বিবৃতি রাজভবনের! সড়কপথেই ফরাক্কা রওনা রাজ্যপাল
রাজ্যের কাছে হেলিকপ্টার চেয়েও তা না পেয়ে, সড়কপথেই ফরাক্কা যাত্রা শুরু করলেন রাজ্যপাল। বৃহস্পতিবার রাজভবনের তরফে জারি করা বিবৃতিতে ছত্রে ছত্রে মুখ্যমন্ত্রী-সহ রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলা হয়। যদিও তাতে আমল দেয়নি রাজ্য সরকার। সূত্রের খবর অনুযায়ী, এদিন ভোরে রাজ্যপাল সড়কপথে ফরাক্কার উদ্দেশে রওনা হয়ে যান।

ফরাক্কা রওনা রাজ্যপাল
ফরাক্কার একটি কলেজের অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা থেকে রওনা হয়ে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর এবং তাঁর স্ত্রী সুদেশ ধনকর। সূত্রের খবর অনুযায়ী, বেলা ১২.২০-র অনুষ্ঠানে যোগ দিতে ভোর ৫ টায় রওনা হয়ে গিয়েছেন রাজ্যপাল।

একদিনে সড়ক পথে ৬০০ কিমি
বৃহস্পতিবার রাজ্যপালের প্রেসসচিব এক বিবৃতি জারি করেছিলেন। তাতে একদিনে সড়ক পথে রাজ্যপালের ৬০০ কিমি যাওয়ার কথা উল্লেখ করা হয়। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী থেকে মুখ্যসচিবকে জানানোর কথাও উল্লেখ করা হয়। চিঠিতে আরওো উল্লেখ করা হয় উত্তরের প্রতীক্ষা চলছে। তবে কোথাও থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে।

ফেরার পথে সিউড়ি ও বর্ধমান হয়ে কলকাতায়
রাজভবন সূত্রে জানা গিয়েছে, ফেরার পথে রাজ্যপাল বীরভূমের সিউড়িতে যাবেন। সেখান থেকে বর্ধমান সার্কিট হাউস হয়ে, রাত দশটায় কলকাতায় ফেরার কথা রয়েছে।

এর আগেও হেলিকপ্টার চেয়েছিলেন রাজ্যপাল
এর আগে শান্তিপুরে রাস উৎসবে যোগ দিতে রাজভবনের তরফে হেলিকপ্টার চাওয়া হয়েছিল। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল প্রশাসনিক কারণে দেওয়া সম্ভব নয়। যার জেরে অসন্তোষের কথা জানিয়ে পাল্টা রাজ্য সরকারকে চিঠি দিয়েছিল রাজভবন।