For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উড়ালপুল বিপর্যয়ের জের : রাজ্যের সব সেতু পর্যবেক্ষণের নির্দেশ রাজ্যপালের

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১ এপ্রিল : গিরীশ পার্কের কাছে গণেশ টকিজে নির্মীয়মান বিবেকানন্দ সেতুর একটি অংশ ভেঙে পড়ার ঘটনায় বৃহস্পতিবারই উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বিশেষজ্ঞদের দিয়ে সেতুটি পরীক্ষা করিয়ে, আর বিপদের আশঙ্কা রয়েছে কিনা তা নিশ্চিত হতে চাইছে সরকার।

উড়ালপুল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৫, কুড়ি ঘন্টা পরেও চলছে উদ্ধারকাজ

অন্যদিকে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী নিজেও এই ঘটনায় বিস্তারিত রিপোর্ট রাজ্য সরকারের কাছে চেয়ে পাঠিয়েছেন। পাশাপাশি রাজ্যের বাকী যতগুলি সেতু বা উড়ালপুর রয়েছে, তার সবকটিকে নতুন করে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছে রাজ্যপাল।

উড়ালপুল বিপর্যয়ের জের : সেতু পর্যবেক্ষণের নির্দেশ রাজ্যপালের

বৃহস্পতিবার দুপুরে ঘটনা ঘটার পরে প্রথমে রাজ্যের পুলিশ, বিপর্যয় মোকাবিলা দল ও পরে সেনাবাহিনী ও এনডিআরএফের সদস্যরা এসে উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন। ভেঙে পড়া উড়ালপুলের ধ্বংসস্তুপ থেকে একের পর এক দেহ টেনে তুলেছেন সকলে মিলে।

ভেঙে পড়া বিবেকানন্দ সেতুর ভয়াবহ দৃশ্য একনজরে

জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধের পর থেকে রাত পর্যন্ত কয়েকটি দেহ উদ্ধার হয়েছে। এরপর এদিন সকালেও ফের একটি দেহ উদ্ধার হয়েছে। আপাতত মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৫-এ।

তবে ভেঙে পড়া অংশের নিচে এখনও কয়েকটি দেহ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিন দুপুরের মধ্যে দেহ উদ্ধারের কাজ শেষ করা যাবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, এদিন সেতু পড়ে যাওয়ার ঘটনায় উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক ডাকা হয়েছে। কীভাবে এই সেতুকে মেরামত করা হবে তা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।

English summary
Governor asks govt to inspect other flyovers around the state
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X