For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডিএ ইস্যুতে সরকারি কর্মীদের অসন্তোষের চিঠি! ভোটের আগে মোদীর ‘টেক্কা’য় চাপে মমতা

কেন্দ্রীয় কর্মীদের ২ শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, আর তাতেই অসন্তোষ বাড়ছে রাজ্যে। এবার রাজ্যের বিরুদ্ধে ডিএ-ফারাক নিয়ে চিঠি দিয়ে সেই অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটালেন সরকারি কর্মীরা।

  • |
Google Oneindia Bengali News

সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে ডিএ ইস্যুতে অ্যাডভান্টেজ পেয়ে গেল বিজেপি। নরেন্দ্র মোদীর সরকার কেন্দ্রীয় কর্মীদের ২ শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, আর তাতেই অসন্তোষ বাড়ছে রাজ্যে। এবার রাজ্যের বিরুদ্ধে ডিএ-ফারাক নিয়ে চিঠি দিয়ে সেই অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটালেন সরকারি কর্মীরা।

ডিএ ইস্যুতে সরকারি কর্মীদের অসন্তোষের চিঠি! ভোটের আগে মোদীর ‘টেক্কা’য় চাপে মমতা

[আরও পড়ুন:ফেসবুক পোস্টে দলত্যাগের জল্পনা তৃণমূল নেতার! 'ডার্টি পলিটিক্স' বিদ্রোহে কীসের ইঙ্গিত ][আরও পড়ুন:ফেসবুক পোস্টে দলত্যাগের জল্পনা তৃণমূল নেতার! 'ডার্টি পলিটিক্স' বিদ্রোহে কীসের ইঙ্গিত ]

রাজ্যে ডিএ মামলা এখনও আদালতে বিচারাধীন। পঞ্চায়েত ভোটের আগে রাজ্য সরকার একটা মাঝামাঝি ব্যবস্থা নিতে পারেন। তারই মধ্যে কেন্দ্র সরকার ২ শতাংশ ডিএ বাড়িয়ে দেওয়ায় রাজ্যের সঙ্গ ফারাক বেড়ে গিয়েছে আরও। এই অবস্থায় রাজ্য সরকারের সঙ্গে মহার্ঘ ভাতার ফারাক দাঁড়াল ৪৯ শতাংশ।

তা নিয়ে রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভ বাড়ছে। সেই কারণেই ফের আন্দোলনের হুমকি দিলেন সরকারি কর্মীরা। তার আগে মমতাকে চিঠি দিয়ে রাজ্য কো অর্ডিনেশন কমিটি জানিয়ে দিল অবিলম্বে তাঁদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে এবং ষষ্ঠ বেতন কমিশন দ্রুত চালু করতে হবে।

[আরও পড়ুন:বেকার যুবকদের জন্য সুখবর! মোদী সরকার দিচ্ছে 'কর্মসংস্থান' গড়ার মহার্ঘ সুযোগ][আরও পড়ুন:বেকার যুবকদের জন্য সুখবর! মোদী সরকার দিচ্ছে 'কর্মসংস্থান' গড়ার মহার্ঘ সুযোগ]

পঞ্চায়েত ভোটের আগে রাজ্য সরকারি কর্মীদের এই অসন্তোষে সিঁদুরে মেঘ দেখছে মমতার সরকার। তবে শুধু আন্দোলনই নয়, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁরা আলোচনায় বসার দাবিও জানিয়েছেন চিঠিতে। তাঁদের বিশ্বাস সরকারি কর্মীদের আবেদন বিবেচনা করে যথাযথ ব্যবস্থা নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

English summary
On the issue of DA Government employees has sent a letter to Mamata Banerjee. They demands to pay DA dues immediately.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X