For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার পাতাল দিয়েও সোনা পাচার! জেনে নিন বিস্তারিত

সোনা পাচারের রুট এবার মেট্রোও। বুধবার রাতে বেশ কয়েক কেজি সোনার গয়না-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে মেট্রোর নিরাপত্তায় থাকা আরপিএফ। পরে তাঁকে সিঁথি পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

  • |
Google Oneindia Bengali News

সোনা পাচারের রুট এবার মেট্রোও। বুধবার রাতে বেশ কয়েক কেজি সোনার গয়না-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে মেট্রোর নিরাপত্তায় থাকা আরপিএফ। পরে তাঁকে সিঁথি পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এবার পাতাল দিয়েও সোনা পাচার! জেনে নিন বিস্তারিত

বুধবার রাত প্রায় সাড়ে আটটা। একটি বড় ব্যাগ নিয়ে দমদমে মেট্রোর নিরাপত্তা দরজা দিয়ে বেরোতে যাচ্ছিলেন এক যাত্রী। সন্দেহ হওয়ায় তার ব্যাগ স্ক্যানারে দিয়ে তল্লাশি চালান। আরপিএফ কর্মীরা। ব্যাগে বেশ কয়েকটি প্যাকেটের মতো সন্দেহজনক বস্তু নজরে আসে। তখনই ব্যাগ খুলে তল্লাশি চালানো হয়। ষোলোটি প্যাকেটে পাওয়া যায় বেশ কিছু সোনার গয়না। যার আনুমানিক ওজন প্রায় ৪ কেজি।

তল্লাশিতে পরও এই সোনার গয়নার জন্য কোনও কাগজ দেখাতে পারেননি ওই যুবক। ওই যুবককে তৎক্ষনাৎ গ্রেফতার করে সিঁথি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যুবককে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে যুক্ত বাকিদের সন্ধান করছে পুলিশ।

এর আগে ভারত বাংলাদেশ সীমান্ত কিংবা বিমানবন্দর দিয়ে সোনার পাচারের কথা শোনা গিয়েছিল। সোনার বাট-সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতারের ঘটনাও ঘটেছিল। তবে মেট্রো দিয়ে সোনা পাচারে গ্রেফতারের ঘটনা প্রথম বলেই জানা গিয়েছে।

English summary
Gold smuggling through Kolkata metro
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X