For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Live- সোমনাথ চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে গিয়ে প্রত্যাখ্যাত বিমান, ইয়েচুরির মধ্যস্থতায় মিলল অনুমতি

আদন্ত ছিলেন সাম্যবাদের সৈনিক। এই সাম্যবাদ ও গণতন্ত্রের দর্শনে প্রভাবিত হয়ে একদিন কমিউনিস্ট আন্দোলনের একনিষ্ট সৈনিক হয়েছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়।

Google Oneindia Bengali News

আদন্ত ছিলেন সাম্যবাদের সৈনিক। এই সাম্যবাদ ও গণতন্ত্রের দর্শনে প্রভাবিত হয়ে একদিন কমিউনিস্ট আন্দোলনের একনিষ্ট সৈনিক হয়েছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। শ্রমিকের স্বার্থ রক্ষার লড়াইয়ে মানতেন না রাজনৈতিক ভেদাভেদ। তাই তাঁর সঙ্গে বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ছিল এক নিবিড় সুসম্পর্ক।

সোমনাথের প্রয়াণে শোকাহত বাংলা রাজনৈতিক মহল

স্বভাবতই সোমনাথ চট্টোপাধ্য়ায়কে তাঁর রাজনৈতিক মতাদর্শে কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের পরিচয় বহন করতে হয়নি। তিনি তাঁর রাজনৈতিক জীবনকে দলের ঊর্ধ্বে নিয়ে যেতে পেরেছিলেন। সেই কারণে আজ তাঁর প্রয়াণে শোকে মূহ্যমান বাংলার রাজনৈতিক মহল।

Newest First Oldest First
7:01 PM, 13 Aug

সোমনাথ চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন।
6:47 PM, 13 Aug

প্রথমে বিমান বসুকে ভিতরে ঢুকতেই দেওয়া হয়নি। পরে সীতারাম ইয়েচুরির সঙ্গে ভিতরে যান। বিমানকে দেখেই সোমনাথ পুত্রের প্রশ্ন- 'কেন এসেছেন আপনি?'
6:46 PM, 13 Aug

সোমনাথ চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে গিয়ে প্রত্যাখ্যাত বিমান বসু। পড়লেন সোমনাথ চট্টোপাধ্যায়ের ছেলের ক্ষোভের মুখে।
4:14 PM, 13 Aug

সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণের সাড়ে পাঁচ ঘণ্টা পরে শোকবার্তা প্রকাশ করল সিপিএম পলিটব্যুরো। শোকবার্তায় সোমনাথকে ১০বারের সাংসদ এবং লোকসভার প্রাক্তণ অধ্যক্ষ বলা হলেও কোথাও তাঁকে দলীয় কর্মী বলে উল্লেখ করা হয়নি।
3:14 PM, 13 Aug

লোকসভার অধিবেশনের শুরুতেই আবেগতাড়িত সুমিত্রা মহাজন। কী ভাবে সোমনাথ চট্টোপাধ্যায় বড়দাদা-র মতো তাঁকে সংসদীয় রীতি-নীতি সম্পর্কে অবগত করেতেন সেই গল্প শোনান লোকসভার অধ্যক্ষ।
3:13 PM, 13 Aug

আজ বিকেলে কলকাতায় আসছেন লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন এবং সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি। সোমনাথ চট্টোপাধ্যায়কে তাঁরা শ্রদ্ধা জানাবেন।
3:12 PM, 13 Aug

সন্ধে ৬টা পর্যন্ত রাজা বসন্ত রায় রোডের বাড়িতে শায়িত থাকবে সোমনাথ চট্টোপাধ্যায়েয়র দেহ। এরপর তা এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। সোমনাথ চট্টোপাধ্যায় জীবিতকালে মরণোত্তর দেহদানের অঙ্গিকার করে গিয়েছেন।
2:14 PM, 13 Aug

বিধানসভায় জ্যোতি বসুর দেহকে যেখানে শায়িত রাখা হয়েছিল ঠিক সেখানেই সোমনাথ চট্টোপাধ্যায়ের মরদেহকে শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়েছে।
2:13 PM, 13 Aug

বিধানসভাতেই সোমনাথ চট্টোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন তামাম রাজনৈতিক নেতারা।
2:13 PM, 13 Aug

বিধানসভায় সোমনাথ চট্টোপাধ্য়ায়কে গ্যান স্যালুট দেওয়া হচ্ছে, উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
1:54 PM, 13 Aug

বিধানসভা থেকে হেঁটে কলকাতা হাইকোর্টে পায়ে হেঁটে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। সোমনাথ চট্টোপাধ্যায়ের মরদেহে মাল্য দান করে শ্রদ্ধা জানালেন।
1:53 PM, 13 Aug

সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকজ্ঞাপন লোকসভার প্রাক্তণ অধ্যক্ষ মীরা কুমারের, 'বিশ্বাসই হচ্ছে না যে তিনি আর নেই', বললেন মীরা
1:49 PM, 13 Aug

কলকাতা হাইকোর্টে নিয়ে যাওয়া হল সোমনাথ চট্টোপাধ্যায়ের মরদেহ। ব্যারিস্টার হিসাবে এইখানে দীর্ঘদিন কর্মজীবন কাটিয়েছেন তিনি।
12:50 PM, 13 Aug

বাড়িতে মরদেহ রাখার পর তা এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে, কারণ সোমনাথ চট্টোপাধ্যায় তাঁর দেহদান অঙ্গীকার পত্রে সই করে গিয়েছিলেন।
12:49 PM, 13 Aug

হাসপাতাল থেকে সোমনাথ চট্টোপাধ্য়ায়ের মরদেহ নিয়ে যাওয়া হবে কলকাতা হাইকোর্টে, সেখান থেকে মরদেহ আনা হবে বিধানসভায়, সেখানে গান স্যালুট দিয়ে মরদেহ নিয়ে যাওয়া হবে বাড়িতে।
11:43 AM, 13 Aug

সোমনাথ চট্টোপাধ্যায়ের রাজনৈতিক জীবন দলের ঊর্ধ্বে ছিল। তিনি ধর্মনেরপেক্ষতা, গণতন্ত্রিক আন্দোলন এবং গরিব মানুষের হয়ে লড়াইয়ে এক অন্যতম সৈনিক।- বললেন বিমান বসু।
11:42 AM, 13 Aug

সোমনাথ চট্টোপাধ্য়ায়ের প্রয়াণে শোক জ্ঞাপন করলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।
11:40 AM, 13 Aug

সোমনাথ চট্টোপাধ্য়ায়ের প্রয়াণে শোক জ্ঞাপন করলেন প্রাক্তণ উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। 'সোমনাথ চট্টোপাধ্যায় রাজনৈতিক মতাদর্শে খুবই শক্তিশালী ছিলেন শুধু নয় তিনি পড়াশোনা জানা এত জ্ঞানী ব্যক্তি ছিলেন। লোকসভার রাজনীতিতে তিনি অনন্য় স্থান দখল করে নিয়েছেন।'
11:36 AM, 13 Aug

সোমনাথ চট্টোপাধ্য়ায়ের প্রয়াণে শোকজ্ঞাপন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
11:34 AM, 13 Aug

সোমনাথ চট্টোপাধ্যায় ছিলেন আমার কাছে বড়দাদার মতো, শোকবার্তায় জানালেন লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন।
11:28 AM, 13 Aug

সোমনাথ চট্টোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে সম্মান জানাবেন সিপিএম নেতারা, সোমনাথ চট্টোপাধ্যায় তাঁর জীবনকে রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে নিয়ে যেতে পেরেছিলেন, বললেন সূর্যকান্ত।
11:28 AM, 13 Aug

সিপিএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানান, দলের পক্ষে শেষ শ্রদ্ধা জানানোর বিষয়টি তাঁর পরিবারের উপর নির্ভর করছে, তারা দলের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা চান কি না তা জানতে হবে আগে।
11:28 AM, 13 Aug

তবে সিপিএম দলের পক্ষ থেকে এই শেষ শ্রদ্ধা জানানো হবে কি না তা নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেয়নি সিপিএম নেতৃত্ব।
11:28 AM, 13 Aug

সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণের খবর পেতেই আলিমুদ্দিনে বৈঠকে বসে সিপিএম। সেখানেই প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানানোর বিষয়টি চূড়ান্ত হয়।
11:28 AM, 13 Aug

সোমনাথ চট্টোপাধ্যায়ের খবর পেয়েই বেলভিউ হাসপাতালে সিপিএম সাংসদ মহম্মদ সেলিম।

English summary
Somnath Chattejee has paased away in a city hospital of Kolkata on Monday. He was 89 and suffering kidney problem for a long time. Last couple of days he was admitted in Belview Nurshing Home.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X