For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Live- ৩ দিনের মাথায় ধরনা তুলে নিলেন মমতা, কেন্দ্রকে ফের তোপ

তৃতীয় দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা। কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে তাঁর এই ধরনায় সমর্থন জানিয়েছে বিজেপি বিরোধী অধিকাংশ দল।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

তৃতীয় দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা। কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে তাঁর এই ধরনায় সমর্থন জানিয়েছে বিজেপি বিরোধী অধিকাংশ দল। এমনকী অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, কেন্দ্র যে ভাবে রাজ্যগুলোর সঙ্গে দুর্ব্যবহার শুরু করেছে তাতে তাঁকেও হয়তো মমতার পথই অনুসরণ করতে হবে।

মমতার ধরনাস্থলের  Live Update

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনার সঙ্গে সকলেই এখন তুলনা টানছেন ২০০৬ সালের ২৬ দিনের অনশন আন্দোলনকে। সিঙ্গুর জমিকাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলন শুধু জাতীয় রাজনীতিতেই নয় আন্তর্জাতিক প্রেক্ষাপটেও তাঁকে একটা স্থান করে দিয়েছিল। মোদী সরকারের বিরুদ্ধে মমতার এবারের আন্দোলনের নাম 'সত্য়াগ্রহ'। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে ভারত রক্ষা ও সংবিধানের অমর্যাদা প্রতিরোধে তাঁর এই ধরনা। দেশ থেকে স্বেচ্ছাচারি সরকারকে তিনি উৎখাত করে তবেই নাকি শান্তিতে বসবেন।

Newest First Oldest First
6:41 PM, 5 Feb

'আদালত যা বলেছে আমরা সেই অনুযায়ী চলব'- মমতা বন্দ্যোপাধ্যায়।
6:40 PM, 5 Feb

'এই ধরনা দেশের জয়, দেশের মানুুষের জয়'- মমতা বন্দ্যোপাধ্যায়।
6:36 PM, 5 Feb

'মোদী প্রধানমন্ত্রীর চেয়ার ছাড়ুন'- মমতা বন্দ্যোপাধ্যায়
6:33 PM, 5 Feb

'মমতা বন্দ্যোপাধ্যায় সহজ-সরল জীবনে বিশ্বাসী মুখ্যমন্ত্রী আজ দেশে বিরল, আর তাঁকেই দুর্নীতিগ্রস্থ বলা হচ্ছে!'- কেন্দ্রকে তোপ দেগে বললেন চন্দ্রবাবু নাইডু।
6:32 PM, 5 Feb

'১৩ ও ১৪ ফেব্রুায়ারি দিল্লিতে ধরনা'- মমতা বন্দ্যোপাধ্যায়
6:32 PM, 5 Feb

'রাজীবকুমার আমার ধরনা মঞ্চে এসে ধরনায় বসেনি, এসেছিল আমার সঙ্গে দেখা করতে।'-- মমতা বন্দ্যোপাধ্যায়।
6:31 PM, 5 Feb

'মোদীকে ভাগাতেই হবে'- মমতা বন্দ্যোপাধ্যায়
6:31 PM, 5 Feb

'বিজেপি বিরোধীদের অনুরোধেই ধরনা প্রত্যাহার'- মমতা বন্দ্যোপাধ্যায়
6:30 PM, 5 Feb

'এটা কোনও রাজনৈতিক ধরনা নয়, এটা সত্যাগ্রহ'- মমতা বন্দ্যোপাধ্যায়।
6:30 PM, 5 Feb

'দেশে গণতন্ত্র নেই, একনায়কতন্ত্র চলছে'- মমতা বন্দ্যোপাধ্য়ায়
6:26 PM, 5 Feb

তিন দিনের মাথায় ধরনা তুলে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নৈতিকতার জয় হয়েছে, বললেন মুখ্যমন্ত্রী।
5:12 PM, 5 Feb

'বিজেপি-র সঙ্গে সুস্পর্ক রাখলে তবেই বাঁচা যাবে।'- তেজস্বি যাদব।
5:08 PM, 5 Feb

'মোদির জুলুমবাজি ধরা পড়ে গিয়েছে।'- তেজস্বি যাদব।
5:07 PM, 5 Feb

'৫ বছর ধরে দেশবাসীকে ঠাকাচ্ছে মোদী সরকার।'- তেজস্বি যাদব।
5:06 PM, 5 Feb

ধরনা মঞ্চে ফের তেজস্বি যাদব। 'আচ্ছে দিনের সরকারের নামে দেশবাসীকে প্রতারণা'- তেজস্বি যাদব।
5:05 PM, 5 Feb

মোদী সরকারকে সরিয়ে মহাজোটকে ক্ষমতা আনার আহ্বান চন্দ্রবাবু নাইডুর, তিনি বলেন'কেন্দ্রে এখন যে সরকার চলছে তার কোনও স্বচ্ছতা নেই, নানাভাবে সকলের গলা টিপে ধরতে চাইছে, আমরা যথেষ্টই দুর্নিতীমুক্তি এবং দেশকে এক স্বচ্ছ ও সুষ্ঠু সরকার দেওয়ার ক্ষমতা রাখি। এই ঠগদের হাতে দেশকে ছেড়ে দেবন না। আপনারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করেন তাহলে সেটা হবে মোদী সরকারের বিরুদ্ধে সঠিক জবাব।'- চন্দ্রবাবু নাইডু।
4:58 PM, 5 Feb

'গণতন্ত্রকে ধ্বংস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এমন সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই।'- যোগী আদিত্যনাথ
4:53 PM, 5 Feb

'কেন্দ্র টাকা পাঠালেও বাংলার মানুষ টাকা পান না'জ পুরুলিয়ার জনসভা থেকে তোপ যোগীর।
4:53 PM, 5 Feb

'গণতন্ত্রকে ধ্বংস করছে কেন্দ্রীয় সরকার, এর বিরুদ্ধে আমরা এককাট্টা হয়েছি।'- বললেন চন্দ্রবাবু নাইডু।
4:52 PM, 5 Feb

'দেশের বুক থেকে সেচ্ছ্বাচারি সরকারকে সরাতে হবে।'- বললেন চন্দ্রবাবু নাইডু।
4:51 PM, 5 Feb

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ যোগীর।
4:51 PM, 5 Feb

পুরুলিয়া যোগী আদিত্যনাথের জনসভা শুরু।
4:50 PM, 5 Feb

মমতার ধরনা মঞ্চে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
4:13 PM, 5 Feb

হেলিকপ্টারে বোকারো পৌঁছলেন যোগী আদিত্যনাথ, এখান থেকে সড়কপথে পুরুলিয়ায় সভা করতে যাবেন।
2:50 PM, 5 Feb

'মমতা ব্যানার্জিকে হেনস্থা করছেন মোদী। সবাইকে তিনি হেনস্থা করছেন।'- তোপ দাগলেন অরবিন্দ কেজরিওয়াল।
2:48 PM, 5 Feb

'গণতন্ত্রকে খুন করা হয়েছে, যে কোনও রাজনৈতিক দলের যে কোনও মানুষ দেশের যে কোনও স্থানে যেতে পারেন। দেশের সর্ববৃহৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর সেখানে যাওয়া এবং সভায় অনুমতি দেওয়া হয়নি। তিনি ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে যাবেন। পুরুলিয়ার মানুষ তাঁর জন্য অপেক্ষা করছেন।'- যোগী সভা নিয়ে বক্তব্য ঝাড়়খণ্ডের মুখ্যমন্ত্রী-র।
2:44 PM, 5 Feb

'প্রায় ১ বছর ধরে তৃণমূল কংগ্রেসের কারোর সঙ্গেই আমাদের কোনও কথা হয়নি। আমরা চাই সিবিআই একটা পেশাদার ও অরাজনৈতিক সংস্থা হিসাবে কাজ করুক।'- প্রতিক্রিয়া নবীন পট্টনায়েকের।
1:32 PM, 5 Feb

রাজীবকাণ্ডে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন শিবরাজ সিং চৌহান।
12:50 PM, 5 Feb

'আদালতের নির্দেশ ছিল যে গ্রেফতার করা যাবে না, কিন্তু, সিবিআই অফিসাররা গ্রেফতারের উদ্দেশেই সেখানে গিয়েছিল। আমরা আদালতের নির্দেশে অত্যন্ত বাধিত। এর ফলে অফিসাররা মানসিক জোর পাবেন।', রাজীবকুমার নিয়ে সুপ্রিমকোর্টের রায়ে প্রতিক্রিয়া মমতার।
12:42 PM, 5 Feb

'স্বনির্ভর সংস্থাগুলির মর্যাদা হানি করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার, আমরা তার বিরুদ্ধে লড়াই করছি।'- প্রতিক্রিয়া মল্লিকার্জুন খাড়গে।
READ MORE

English summary
Mamata Banerjee's dharna has entered in to third day. To get the round clock live update on Mamata Banerjee's dharna click here.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X