For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE Kolkata-Flyover: উদ্ধার আরও ১ দেহ, মৃতের সংখ্য়া বেড়ে ২, ঘটনাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায়

পড়ন্ত বিকেলে কলকাতায় ফের ভেঙে পড়ল উড়ালপুল। এবার দক্ষিণ কলকাতার শহরতলিতে যোগাযোগরক্ষাকারী মাঝেরহাট উড়ালপুল ভেঙে পড়েছে।

Google Oneindia Bengali News

মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় এখনও অব্যাহত উদ্ধার কাজ। গতকাল বিকেলে ব্রিজের একটা অংশ ভেঙে পড়ার পর থেকেই জোরকদমে উদ্ধার কাজ শুরু হয়েছিল।২০ ঘণ্টা পেরিয়ে গিয়েছে উদ্ধারের। এখনও পর্যন্ত বেশ কয়েক জন নিখোঁজের কথা জানা গেলেও ব্রিজের ভেঙে পড়া ধ্বংসস্তূপে তাঁদের এখনও কোনও খোঁজ মেলেনি। এখন পর্যন্ত এই ঘটনায় ১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। জখম হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন অন্তত ২৫ জন। এছাড়াও বেশকিছু মানুষ পরিবারের সহায়তায় স্থানীয় কিছু নার্সিংহোমে ভর্তি হয়ে থাকতে পারেন বলে মনে করছে কলকাতা পুলিশ।

পোস্তা উড়ালপুলের স্মৃতি ফেরাল মাঝেরহাট ফ্লাইওভার

উদ্ধারকাজে এখন যেটা সবচেয়ে বড় হয়ে উঠেছে ধ্বংসস্তূপের তলায় থাকা মেট্রো রেলের ঠিকাদার সংস্থার একটি ঘর। এই ঘরে অন্তত ৭০ জন শ্রমিকের থাকার ব্যবস্থা রয়েছে। ব্রিজ ভেঙে পড়ার সময় এখানে অন্তত জ৫ জন বিশ্রাম নিচ্ছিলেন। ঠিকাদার সংস্থার এক কর্মীর দাবি, এই ৫ জনের মধ্যে ২ জন তাঁর সঙ্গে মোবাইলে যোগাযোগ করেছিলেন। উদ্ধারকারী দল কোনওমতে স্ল্যাবের তলায় ঢুকে ঠিকাদার সংস্থার সেই ঘরটিকেও চিহ্নিত করেছে। কিন্তু, চারিদিকে থাকা বাঁশের উপরে ভেঙে পড়া ব্রিজের কংক্রিটের স্ল্যাব চেপে বসেছে তাতে উদ্ধারে অসুবিধা হচ্ছে। সেই কারণে স্ল্যাবের উপরে ড্রিল মেশিন দিয়ে বড় বড় গর্ত করে তাঁর ভিতর দিয়ে ধ্বংসস্তূপের নিচে যাওয়ার চেষ্টা করছেন এনডিআরএফ কর্মীরা।

দেখুন ভিডিও-

Newest First Oldest First
8:03 PM, 5 Sep

বৃহস্পতিবার বিকেলে নবান্নে বিশেষ বৈঠক, মুখ্যমন্ত্রী ছাড়াও বৈঠকে থাকবেন কলকাতা পুলিশ, পূর্ত দফতর এবং কেএমডি-এর কর্তারা।
7:50 PM, 5 Sep

'মৃতদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হচ্ছে,এছাড়া যারা আহত হয়েছে তাঁদের কাছেও ৫০ হাজার টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে পৌঁছে যাবে।' মমতা বন্দ্যোপাধ্য়ায়।
7:48 PM, 5 Sep

'এখানে নতুন করে ব্রিজ বানাতে হবে, ততদিন যাতায়াতের অনেক অসুবিধা হবে, চেষ্টা করা হচ্ছে যাতে যানজটের দুর্ভোগ কম পোহাতে হয়'- মমতা বন্দ্যোপাধ্যায়।
7:47 PM, 5 Sep

'৯ বছর ধরে এখানে মেট্রো রেলের কাজ চলছিল, এলাকার মানুষ জনই বলেছে যে এর জন্য বিশাল রকমের আওয়াজ হত, সমস্তকিছু কেঁপে উঠত।'- মমতা বন্দ্যোপাধ্যায়
7:39 PM, 5 Sep

'আরও বড় ঘটনা ঘটতে পারত কিন্তু ঘটেনি, উড়ালপুল ভেঙে পড়ার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক।', ঘটনাস্থলে গিয়ে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়।
7:35 PM, 5 Sep

মাঝেরহাট উড়ালপুলের ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ১ দেহ উদ্ধার, ফলে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২।
6:44 PM, 5 Sep

দার্জিলিং সফর সেরে কলকাতায় ফিরেই সোজা মাঝেরহাট ব্রিজ পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
1:49 PM, 5 Sep

এখন পর্য়ন্ত একজনের মৃত্যুর খবর আছে, এছাড়া ২ জন নিখোঁজ,জানালেন ডিসি সাউথ মীরজা খালিদ।
12:12 PM, 5 Sep

উড়ালপুল রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা, যদিও কলকাতা পুলিশের সরকারি দাবি মামলা করা হয়েছে, তবে কাদের বিরুদ্ধে মামলা তা জানানো হয়নি।
https://bengali.oneindia.com/news/kolkata/get-the-live-update-majherhat-flyover-collapse-041256.html
12:11 PM, 5 Sep

ভেঙে পড়া উড়ালপুলে রাইটস-এর তদন্ত দল, ঘটনাস্থল পরিদর্সন করে, নমুনা সংগ্রহ।
11:31 AM, 5 Sep

ভাই-এর খোঁজে গতকাল রাত থেকে মাঝেরহাট উড়ালপুলের ভেঙে পড়া অংশের আনাচে-কানাচে ঘুড়ে বেড়াচ্ছেন পার্থ দেব।
11:18 AM, 5 Sep

মাজেরহাট উড়ালপুল ভেঙে পড়ার ঘটনায় তদন্তের সিদ্ধান্ত রেলের, রাইটস-কে দেওয়া হল তদন্তের ভার, মেট্রো রেলের কাজের জন্য ব্রিজ ভেঙেছে বলে অভিযোগ উঠেছে।
11:10 AM, 5 Sep

মাঝেরহাট উড়ালপুল বিপর্যয়ে বেহালা ও দক্ষিণ শহরতলীর একটা বড় অংশে যানজট, অসংখ্য রাস্তায় যান-বাহনের অভিমুখের পরিবর্তন করা হয়েছে, বেহালা থেকে রাসবিহারী কয়েক কিলোমিটার রাস্তা পার হতেই লেগে যাচ্ছে ২ ঘণ্টা।
11:08 AM, 5 Sep

আজ বিকেলেই দার্জিলিং থেকে কলকাতায় এসে পৌঁছটবেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিমানবন্দর থেকে সোজা চলে যাবেন ঘটনাস্থলে।
8:53 AM, 5 Sep

রাত পেরিয়ে সকাল, অব্য়াহত মাঝেরহাট ব্রিজের ভেঙে পড়া স্ল্যাব সরিয়ে আটকে থাকাদের উদ্ধারের কাজ।
1:31 AM, 5 Sep

স্ল্যাবের মধ্যে কয়েকটি সুড়ঙ্গ তৈরির চেষ্টা চলছে। ওই সুড়ঙ্গ তৈরির কাজ সম্পূর্ণ হলে, তার ভিতর দিয়ে উদ্ধারকারী দল স্ল্যাবের তলায় যেতে পারবে, সেক্ষেত্রে ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে থাকলে তাকে উদ্ধার করা সহজ হবে।
1:03 AM, 5 Sep

উড়ালপুল ভাঙা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা প্রদেশ কংগ্রেসের, ৪ বছর ধরে মেরামতির নোটিস দেওয়া হয়েছিল দাবি কংগ্রেসের, তারপরও মেরামতি কেন হল না, প্রশ্ন তুলে সরব কংগ্রেস।
12:57 AM, 5 Sep

মাঝেরহাট উড়ালপুলের জন্য বিপর্যস্ত দক্ষিণ ও মধ্য কলকাতার যান চলাচে বেহাল দশা, বেহালা বা বজবজমুখী যানবাহনকে কীভাবে কোন রাস্তায় ঘোরানো হয়েছে তা বিবৃতি দিয়ে জানাল কলকাতা ট্র্যাফিক পুলিশ।
12:21 AM, 5 Sep

স্ল্যাবের মধ্যে ড্রিল মেশিন দিয়ে বড় করে গর্ত করা হচ্ছে, ওই সহব গর্তের মধ্যে দিয়ে ক্যামেরা ঢুকিয়ে খোঁজ চলছে আটকে থাকাদের, এছাড়াও গর্তের মধ্যে দিয়ে গন্ধ শুঁকে জীবীতদের খোঁজ করছে স্নিফার ডগ।
12:19 AM, 5 Sep

উদ্ধারকাজে নামানো হয়েছে হাইড্রোলিক ক্রেন, রোড ড্রিল মেশিন, ৪টে ক্যামেরা।
12:09 AM, 5 Sep

ধ্বংসস্তূপের তলায় এখনও পর্যন্ত আটকে পড়ার খোঁজ মেলেনি, জানাল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, মোট ৫টি দল এবং ২০০ জন উদ্ধারকর্মী কাজ করছে।
12:07 AM, 5 Sep

রাতে ১১টা পার হলেও থেমে নেই উদ্ধারের কাজ, ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছেই, কেউ আটকে আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
12:00 AM, 5 Sep

ব্রিজের তলায় চাপা পড়ে থাকা মেট্রো রেলের ঠিকাদার সংস্থার শ্রমিকদের ঘর সম্পর্কে কী বলছেন ইনি, শুনুন...
11:59 PM, 4 Sep

এসএসকেএম হাসপাতালে মদন মিত্র।
10:18 PM, 4 Sep

ধ্বংসস্তূপের তলা থেকে বের করা হল একটি গাড়ি, অলৌকিকভাবে এই গাড়ির সকলে গুরুতর কোনও চোট পাননি।
10:16 PM, 4 Sep

রাতের আলোয় উদ্ধারকাজ খতিয়ে দেখেছেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার।
10:14 PM, 4 Sep

স্ল্যাবের মধ্যে রোড ড্রিলিং মেশিন দিয়ে বড় বড় গর্ত করে ধ্বংসস্তূপের তলায় কেউ চাপা পড়ে থাকলে তাঁদের উদ্ধারের ব্যবস্থা করা হয়েছে।
9:01 PM, 4 Sep

রাতের অন্ধকারে লাইট জ্বালিয়ে চলছে উদ্ধারকাজ।
8:55 PM, 4 Sep

মাঝেরহাট উড়ালপুল ভেঙে পড়া নিয়ে প্রতিক্রিয়া রাজনাথ সিং-এর, ঘটনাস্থলে ৪টি এনডিএফ টিমকে পাঠানো হয়েছে, আরও একটি দল রাতেই ঘটনাস্থলে পৌঁছছে বলে জানিয়েছেন রাজনাথ।
8:53 PM, 4 Sep

উড়ালপুল ভেঙে পড়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র, তাঁর দাবি নানা সূত্রে ৪-৫ জনের মৃত্যুর কথা বলা হলেও মুখ্যমন্ত্রী বলছেন কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
READ MORE

English summary
Live updates on Majerhat Flyover collapse in Kolkata.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X