ক্যালকাটা মেডিক্যাল কলেজের আগুন নিয়ন্ত্রণে এলেও আতঙ্ক কাটছে না। সপ্তাহ দুয়েক আগেই কলকাতা প্রত্যক্ষ করেছিল বাগড়ি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা। সেই আতঙ্ক এখনও দগদগে কলকাতাবাসীর মনে। এমনই এক পরিস্থিতিতে বুধবার শহরের বুকে আরও এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল। এই ঘটনা যে আরও মারাত্মক হতে পারত তা সকলেই মেনে নিয়েছেন।
এখন পর্যন্ত যা খবর তাতে আগুন নিয়ন্ত্রণে এলেও প্রবল ধোঁয়া বের হচ্ছে। ফলে আগুনকে পুরোপুরি নেবানোর কাজ ব্যহত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় এক্সট ফ্যান ব্যবহার করা হয়েছে, যাতে এই পাখার সাহায্যে ভিতর থেকে ধোঁয়া বের করে আনা সম্ভব হয়।
Oct 3, 2018 2:52 PM
৫ কোটি টাকার ওষুধ নষ্ট হয়ে যাওয়ার দাবি, বেশকিছু দামী ওষুধ ল্যাব টেস্টে পাঠানো হবে, কিন্তু আগুনের তীব্র তাপে ওষুধের কর্মক্ষমতা বজায় থাকাটা কঠিন বলেই মনে করছে ক্যালকাটা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
Oct 3, 2018 2:47 PM
খোলা আকাশের নিচে রোগীদের রাখা নিয়ে বিতর্ক,দূরারোগ্যে আক্রান্ত বহু রোগী ঘণ্টা তিনেক ধরে খোলা আকাশের নিচে গরমের মধ্যে পড়েছিলেন, কোনও চিকিৎসাও সে সময় মেলেনি বলে অভিযোগ, রোগীদের আপাতত নিরাপদস্থানে সরানো হয়েছে, দাবি ক্যালকাটা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের।
Oct 3, 2018 2:28 PM
ক্যালকাটা মেডিক্যাল কলেজের হাইড্র্যান্টেের প্রশংসায় দমকলের ডিরেক্টর, জল পর্যাপ্ত পরিমাণে পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন তিনি, আগুন নেবাতে কোনও সমস্যা হয়নি বলেও জানিয়েছেন তিনি।
আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও ধোঁয়ায় ভরে রয়েছে এমসিএইচ বিল্ডিং।
Oct 3, 2018 12:15 PM
এমসিএইচ বিল্ডিং-এ সংযোগ করা হল অক্সিজেন লাইনের, আগুন নেবাতে ভিতরে ঢোকা দমকলকর্মীরা যে মাস্ক পরেছেন তাতে অক্সিজেন জোগানো হচ্ছে এই পাইপের মাধ্যমে।
Oct 3, 2018 12:10 PM
ধোঁয়ার সঙ্গে লড়াই করতে এক্সট ফ্যান ব্যবহার করা হচ্ছে, এছাড়াও দেওয়াল ফাটিয়ে ধোঁয়া বের করার চেষ্টা চলছে।
Oct 3, 2018 12:04 PM
ক্য়ালকাটা মেডিক্যাল কলেজের আগুন নেবানোর কাজে কাজ করছে দমকলের ১০ ইঞ্জিন।
Oct 3, 2018 12:02 PM
#Visuals: Fire breaks out in the pharmacy department of Kolkata Medical College and Hospital. 10 fire engines and Kolkata police rushed to the spot. All the patients are safe. #Kolkatapic.twitter.com/IX7ENRRpUu
অগ্নিকাণ্ডের জেরে ক্যালকাটা মেডিক্যাল কলেজের এমারজেন্সি বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছে, যেখানে মূল অগ্নিকাণ্ডের ঘটনা তার ঠিক উল্টোদিকেই রয়েছে এমারজেন্সি।
Oct 3, 2018 12:00 PM
#Kolkata: Firefighting operation underway at Kolkata Medical College and Hospital. Kolkata Mayor & Fire Minister says, "All the patients were moved from the area safely. There is thick smoke in the area, the situation will be soon brought under control." pic.twitter.com/7MZohqFiBk
ক্য়ালকাটা মেডিক্যাল কলেজের অগ্নিকাণ্ডের পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যান মেয়র শোভন চট্টোপাধ্যায়।
Oct 3, 2018 11:55 AM
বেশকিছু রোগীকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, আরও কিছু রোগীকে নিয়ে যাওয়া হয়েছে বেসরকারি হাসপাতালে।
Oct 3, 2018 11:54 AM
#Visuals from outside Kolkata Medical College and Hospital, a fire broke out in the hospital's department of pharmacy, in the morning, today. Fire firefighting operation is underway. pic.twitter.com/NOJX5bmqyc
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more