For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Medical Fire Live- ৫কোটি টাকার ওষুধ নষ্ট, রোগীর খোঁজে হন্যে অবস্থা পরিজনদের

ক্যালকাটা মেডিক্যাল কলেজের আগুন নিয়ন্ত্রণে এলেও আতঙ্ক কাটছে না। সপ্তাহ দুয়েক আগেই কলকাতা প্রত্যক্ষ করেছিল বাগড়ি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা। সেই আতঙ্ক এখনও দগদগে কলকাতাবাসীর মনে।

Google Oneindia Bengali News

ক্যালকাটা মেডিক্যাল কলেজের আগুন নিয়ন্ত্রণে এলেও আতঙ্ক কাটছে না। সপ্তাহ দুয়েক আগেই কলকাতা প্রত্যক্ষ করেছিল বাগড়ি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা। সেই আতঙ্ক এখনও দগদগে কলকাতাবাসীর মনে। এমনই এক পরিস্থিতিতে বুধবার শহরের বুকে আরও এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল। এই ঘটনা যে আরও মারাত্মক হতে পারত তা সকলেই মেনে নিয়েছেন।

২ সপ্তাহের মধ্যে ফিরল বাগরি অগ্নিকাণ্ডের আতঙ্ক

এখন পর্যন্ত যা খবর তাতে আগুন নিয়ন্ত্রণে এলেও প্রবল ধোঁয়া বের হচ্ছে। ফলে আগুনকে পুরোপুরি নেবানোর কাজ ব্যহত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় এক্সট ফ্যান ব্যবহার করা হয়েছে, যাতে এই পাখার সাহায্যে ভিতর থেকে ধোঁয়া বের করে আনা সম্ভব হয়।

Newest First Oldest First
2:52 PM, 3 Oct

৫ কোটি টাকার ওষুধ নষ্ট হয়ে যাওয়ার দাবি, বেশকিছু দামী ওষুধ ল্যাব টেস্টে পাঠানো হবে, কিন্তু আগুনের তীব্র তাপে ওষুধের কর্মক্ষমতা বজায় থাকাটা কঠিন বলেই মনে করছে ক্যালকাটা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
2:47 PM, 3 Oct

খোলা আকাশের নিচে রোগীদের রাখা নিয়ে বিতর্ক,দূরারোগ্যে আক্রান্ত বহু রোগী ঘণ্টা তিনেক ধরে খোলা আকাশের নিচে গরমের মধ্যে পড়েছিলেন, কোনও চিকিৎসাও সে সময় মেলেনি বলে অভিযোগ, রোগীদের আপাতত নিরাপদস্থানে সরানো হয়েছে, দাবি ক্যালকাটা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের।
2:28 PM, 3 Oct

ক্যালকাটা মেডিক্যাল কলেজের হাইড্র্যান্টেের প্রশংসায় দমকলের ডিরেক্টর, জল পর্যাপ্ত পরিমাণে পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন তিনি, আগুন নেবাতে কোনও সমস্যা হয়নি বলেও জানিয়েছেন তিনি।
2:14 PM, 3 Oct

আগুন লাগলেও ফায়ার অ্যালার্ম কেন বাজেনি? বিতর্ক এড়ালেন দমকলের ডিরেক্টর, উল্টে অগ্নিনার্বাপণ ব্যবস্থার প্রশংসা।
2:13 PM, 3 Oct

আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও ধোঁয়ায় ভরে রয়েছে এমসিএইচ বিল্ডিং।
12:15 PM, 3 Oct

এমসিএইচ বিল্ডিং-এ সংযোগ করা হল অক্সিজেন লাইনের, আগুন নেবাতে ভিতরে ঢোকা দমকলকর্মীরা যে মাস্ক পরেছেন তাতে অক্সিজেন জোগানো হচ্ছে এই পাইপের মাধ্যমে।
12:10 PM, 3 Oct

ধোঁয়ার সঙ্গে লড়াই করতে এক্সট ফ্যান ব্যবহার করা হচ্ছে, এছাড়াও দেওয়াল ফাটিয়ে ধোঁয়া বের করার চেষ্টা চলছে।
12:04 PM, 3 Oct

ক্য়ালকাটা মেডিক্যাল কলেজের আগুন নেবানোর কাজে কাজ করছে দমকলের ১০ ইঞ্জিন।
12:02 PM, 3 Oct

অগ্নিকাণ্ডের জেরে ক্যালকাটা মেডিক্যাল কলেজের এমারজেন্সি বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছে, যেখানে মূল অগ্নিকাণ্ডের ঘটনা তার ঠিক উল্টোদিকেই রয়েছে এমারজেন্সি।
12:00 PM, 3 Oct

ক্য়ালকাটা মেডিক্যাল কলেজের অগ্নিকাণ্ডের পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যান মেয়র শোভন চট্টোপাধ্যায়।
11:55 AM, 3 Oct

বেশকিছু রোগীকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, আরও কিছু রোগীকে নিয়ে যাওয়া হয়েছে বেসরকারি হাসপাতালে।
11:54 AM, 3 Oct

এমসিএইচ বিল্ডিং থেকে বের করে আনা রোগীদের কাউকে কাউকে ক্যাকলকাটা মেডিক্যাল কলেজের অন্য বিভাগের খালি ঘরে স্থানান্তর করা হচ্ছে।
11:46 AM, 3 Oct

পুরো এমসিএইচ বিল্ডিং খালি করে দেওয়া হয়েছে, এই বিল্ডিং-এই রয়েছে মেডিসিন ও হেমাটোলজি বিভাগ, এই দুই বিভাগের নিচেই ফার্মান্সি-তে আগুন লাগে।
11:30 AM, 3 Oct

ক্যালকাটা মেডিক্যাল কলেজের পুড়ে খাক জীবনদায়ী ওষুধ, ১ মাসের স্টক পুড়ে গিয়েছে, চিন্তায় কর্তৃপক্ষ।

English summary
Fire in Ccalcutta Medical college after two weeks of Bagri Market Fire. This is the second big fire incident in the city before puja.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X