For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মাঝারি বৃষ্টি! দক্ষিণবঙ্গের পূর্বাভাস কী, জেনে নিন

আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের উপকূল অংশে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

  • |
Google Oneindia Bengali News

আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের উপকূল অংশে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ওড়িশায় থাকা নিম্নচাপ মধ্যপ্রদেশ ও ছত্তিসগড়ের দিকে অগ্রসর হয়েছে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মাঝারি বৃষ্টি! দক্ষিণবঙ্গের পূর্বাভাস কী, জেনে নিন

এদিকে, এদিন সকাল থেকেই কলকাতার আকাশ রয়েছে মেঘলা। আবহাওয়া দফতরের পূ্র্বাভাসে সাধারণভাবে মেঘলা আকাশের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ কয়েকপশলা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহ দফতরের তরফে।

উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের তৈরি নিম্নচাপটি উত্তর পশ্চিম ওড়িশার ওপর দিয়ে গিয়ে উত্তর-পূর্ব মধ্যপ্রদেশের এবং সংলগ্ন অঞ্চলের ওপর অবস্থান করছে। ফলে ওড়িশা ও অন্ধ্র উপকূলে সতর্কবার্তা জারি করা হয়েছে। একইসঙ্গে মধ্যপ্রদেশ এবং ছত্তিসগড়ে প্রবল বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে।

দেশের পশ্চিমভাগে পরপর চারটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আরবসাগরে কেরল উপকূলে। গুজরাতের ওপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। হরিয়ানা ও সংলগ্ন অঞ্চলের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। জম্মু ও কাশ্মীরের ওপর অবস্থান করছে চতুর্থ ঘূর্ণাবর্তটি। ফলে দক্ষিণে কেরল থেকে শুরু করে কর্ণাটক, গুজরাত, হরিয়ানায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মৌসুমী অক্ষরেখা অমৃতসর, নারনাউল, গোয়ালিয়রের ওপর দিয়ে নিম্নচাপ এলাকা উত্তরপূর্ব মধ্যপ্রদেশে ও সংলগ্ন এলাকার ওপর দিয়ে ঝাড়সুগুডা, চাঁদবলি দিয়ে দক্ষিণপূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

২৪ ঘণ্টার জন্য উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে না যেতে বলা হয়েছে মৎস্যজীবীদের।

English summary
Generally cloudy sky with a few spells of rain or thundershowers will be in Kolkata on Tuesday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X