জি ডি বিড়লার ছাত্রী কৃত্তিকার মা-বাবাকে নোটিস পাঠানোর নির্দেশ আদালতের
জিডি বিড়লা স্কুলে ছাত্রী মৃত্যুর ঘটনায় নয়া মোড়। কৃত্তিকা পালের মা-বাবার বিরুদ্ধে নোটিস পাঠানোর নির্দেশ দিল আদালত। গ্রহণ করা হলো স্বতঃপ্রণোদিত পদক্ষেপ। কৃত্তিকাপালের মৃত্যুর পর তদন্ত কোন পর্যায়ে রয়েছে তা জানতে চান কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রতীক প্রকাশ ব্যানার্জি। মুখবন্ধ খামে সেই রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
২০১৭ সালের শিশুনিগ্রহের ঘটনায় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কি কি পদক্ষেপ রাজ্য সরকার করেছে তা জানতে চান বিচারপতি। তিনি অত্যন্ত উষ্মা প্রকাশ করে বিচারপতি বলেছেন, বারবার একই জিনিস চলতে পারেনা।

শৌচালয়ের পর্যবেক্ষণ ও নিরাপত্তা সুনিশ্চত করতে রাজ্যকে একাধিক পরামর্শ দিয়েছে আদালত,
১. শৌচালয়ের বাইরে কোনো আয়া রাখা যায় কিনা সেটাও খতিয়ে দেখতে হবে।
২. কলকাতার সব স্কুলে আয়া রাখতে হলে মোট কতজন আয়া লাগবে ?
৩. বৃহত্তর কলকাতার স্কুলগুলোতে কত সংখ্যায় শৌচালয় আছে ?
৪. প্রতিটি ক্লাসের পরে উপস্থিতি নথিভুক্ত করা সম্ভব কিনা ? "
উল্লেখ্য গত কয়েক বছরে জিডি বিড়লা গার্লস স্কুলে একাধিক ঘটনা ঘটেছে। ২০১৭ সালে স্কুলের পিটি টিচার নার্সারির এক শিশু ছাত্রীকে নিগ্রহ করে। সেই ঘটনা ঘিরে উত্তাল হয়েছিল গোটা শহর। তার ঠিক এক বছর পড়েই সেই একই স্কুলে শৌচাগারে দশম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু। পর পর দুটি ঘটনার পরে স্কুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।