For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা থেকেই যাত্রা শুরু Ganga Vilas-এর! বিশ্বের দীর্ঘতম যাত্রাপথে ছুঁয়ে যাবে ২৭ নদী

বিশ্ব পর্যটনের মানচিত্র কাশীকে একটা জায়গা দিয়ে চান যোগী সরকার। ইতিমধ্যে সড়ক এবং আকাশ পথ কাশীর সঙ্গে যুক্ত রয়েছে বিশ্বের একাধিক দেশ। এবার নদী পথেও বারানসি যাওয়া যাবে। নদীপথে গোটা ভারতের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছ

  • |
Google Oneindia Bengali News

বিশ্ব পর্যটনের মানচিত্র কাশীকে একটা জায়গা দিয়ে চান যোগী সরকার। ইতিমধ্যে সড়ক এবং আকাশ পথ কাশীর সঙ্গে যুক্ত রয়েছে বিশ্বের একাধিক দেশ। এবার নদী পথেও বারানসি যাওয়া যাবে। নদীপথে গোটা ভারতের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যাওয়া যাবে বিশ্বনাথ ধামে।

নতুন বছরে 32 জন সুইস নাগরিককে নিয়ে ক্রুজটি বারাণসী পৌঁছবে। আর সেই লক্ষ্যেই গত ২২ ডিসেম্বর Ganga Vilas' কলকাতা থেকে রওনা দিয়েছে। Ganga Vilas- একটি বিলাশবহুল ক্রজ।

আগামী ৬ জানুয়ারি এটি বারানসি পৌঁছবে। এরপর সেটি ১৩ জানুয়ারি কাশী থেকে ডিব্রুগড়ের উদ্দেশ্যে এগিয়ে যাবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বারানসি থেকে ডিব্রুগড় পর্যন্ত সবথেকে লম্বা নদী পথে যাত্রার সূচনা করবেন।

 ধার্মিক এবং আধ্যাত্মিক বিভিন্ন জায়গাতে ঘুরিয়ে দেখানো হবে

ধার্মিক এবং আধ্যাত্মিক বিভিন্ন জায়গাতে ঘুরিয়ে দেখানো হবে

কাশী জুড়ে ব্যাপক উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। পর্যটনে বিশ্বনাথ ধাম যাতে একটা বড় জায়গা নিতে পারে সেই চেষ্টা চালাচ্ছেন। যদিও প্রত্যেক দেশ-বিদেশের বহু মানুষ কাশী সহ উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। Ganga Vilas-এর অন্যতম আধিকারিক জানিয়েছেন, ক্রুজে থাকা ৩২ জন সুইস পর্যটককে বারানসির ধার্মিক এবং আধ্যাত্মিক বিভিন্ন জায়গাতে ঘুরিয়ে দেখানো হবে। যাতে তাঁরা ভারতের সংস্কৃতির বিষয়ে অবগত হতে পারেন। এখানকার সুস্বাদু খাবারের স্বাদ পাবেন। এর পাশাপাশি চুনারেও যাবেন পর্যটকরা।

দীর্ঘতম ক্রুজ ভ্রমণ এটি

দীর্ঘতম ক্রুজ ভ্রমণ এটি

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গত ১১ নভেম্বর টাইম টেবিলের উদ্বোধন করেছিলেন ক্রুজে থাকা ওই আধিকারিক জানিয়েছেন, পর্যটকদে কাশী এবং চুনারে নিয়ে যাওয়া হবে। এরপর এই ক্রুজটি দেশের সবথেকে লম্বা রিভর যাত্রাতে রওনা দেবে। ভারতের জল পরিবহনের দীর্ঘতম এবং রোমাঞ্চকর নদী ক্রুজ যাত্রা 13 জানুয়ারী 2023-এ বারাণসী ছেড়ে যাবে। ক্রুজ গঙ্গা বিলাস হল ভারতের প্রথম নির্মিত নদীযান, যা কাশী থেকে বগিবিল (ডিব্রুগড়) পর্যন্ত দীর্ঘতম ক্রুজ ভ্রমণ হবে। মোট ৩২০০ কিমি হবে।

ভারত এবং বাংলাদেশের একাধিক নদীর উপর দিয়ে যাবে

ভারত এবং বাংলাদেশের একাধিক নদীর উপর দিয়ে যাবে

জানা যাচ্ছে, ৫০ দিনের এই দীর্ঘযাত্রা পথে ভারত এবং বাংলাদেশের ২৭ টি রিভার সিস্টেমের মধ্যে দিয়ে যাবে। আর এই দীর্ঘ যাত্রাপথে ৫০ টিরও বেশি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে থামবে। অন্যদিকে অত্যাধুনিক এই ক্রুজে একাধিক সুবিধা রয়েছে। সাংস্কৃতিক জলসা থেকে শুরু করে জিম একাধিক সুবিধা রয়েছে ক্রুজে। একই সঙ্গে পুরোপুরি ভাবে সুরক্ষার বিষয়টিও মাথায় রাখা রয়েছে। আর এজন্যে একাধিক ব্যবস্থা থাকছে বলে জানা যাচ্ছে।

পর্যটনে গুরু দায়িত্ব সামলাচ্ছেন মোদী

পর্যটনে গুরু দায়িত্ব সামলাচ্ছেন মোদী

বারানসী মোদীর অন্যতম খাস তালুক। সেখানকার সাংসদ তিনি। ইতিমধ্যে বিশ্বনাধ ধামকে নতুন ভাবে সাজিয়ে তুলেছেন প্রধানমন্ত্রী। তৈরি হয়েছে নয়া বিশ্বনাথ করিডর। এছাড়াও নতুন করে বিভিন্ন কেন্দ্রগুলিকে সাজিয়ে তোলা হয়েছে। আর সেখানে দাঁড়িয়ে এবার ক্রুজের বারানসী যাওয়ার সুবিধা ভোগ করবেন পর্যটকরা।

English summary
Gangla Vilas starts journey for world's longest route from Kolkata, will cross 27 river systems
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X