For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাঁচড়াপাড়ার কাঁচা ছেলেই বাংলার চাণক্য! তৃণমূলকে বিঁধলেন মুকুল পুত্র শুভ্রাংশু

বাবার সঙ্গে কথা বলেই ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত। এদিন এমনটাই বার্তা দিলেন বীজপুরে থেকে তৃণমূলের বিধায়ক শুভ্রাংশু রায়। তিনি বলেন, বীজপুর থেকে তিনি দলকেলিড দেবেন বলেছিলেন। কিন্তু সেই কাজ তিনি পারেননি।

Google Oneindia Bengali News

বাবার সঙ্গে কথা বলেই ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত। এদিন এমনটাই বার্তা দিলেন বীজপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক শুভ্রাংশু রায়। তিনি বলেন, বীজপুর থেকে তিনি দলকে লিড দেবেন বলেছিলেন। কিন্তু সেই কাজ তিনি পারেননি। ফলে দল তাঁকে বিশ্বাস করে কিনা তা নিয়ে এদিন সন্দেহ প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি তৃণমূল নেতৃত্বকেও মৃদু ভাষায় তোপ দেগেছেন শুভ্রাংশু।

'বাবার কাছে হেরে গিয়েছে ছেলে'

'বাবার কাছে হেরে গিয়েছে ছেলে'

বাবার কাছে হেরে গিয়েছে ছেলে। এমনটাই মন্তব্য করলেন মুকুল পুত্র তথা বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়। নিজের কেন্দ্র বীজপুরে থেকে লিড দেওয়ার আশ্বাস
দিলেও তিনি তা পারেননি বলেও জানিয়েছেন শুভ্রাংশু। এই কারণে দল তাঁকে বিশ্বাস করছে কিনা তা নিয়েও প্রশ্ন করেছেন তিনি। বাবা একাই তৃণমূলকে তছনছ করে
দিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। বীজপুরটা তাঁর একার নয়। বীজপুরের ভূমিপুত্র মুকুল রায়। তাই তাঁর মনে হচ্ছে বাবার কাছে তিনি হেরে গিয়েছেন। কাঁচড়াপাড়ার কাঁচা
ছেলেই হয়ে উঠেছে বাংলার চাণক্য। মন্তব্য করেছেন শুভ্রাংশু।

অর্জুনকে গদ্দার বলতে চাননি শুভ্রাংশু

অর্জুনকে গদ্দার বলতে চাননি শুভ্রাংশু

ভোটের দিন ঘোষণার পরেই মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন সিং। তাঁর বাবা মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর তাদের পরিবারের সবাইকে
গদ্দার বলা হত। তবে অর্জুন সিং বিজেপিতে যোগ দেওয়ার পর তিনি তাঁকে গদ্দার বলতে চাননি। তবে দাবি করেছিলেন তৃণমূলের ফল ভাল হবে। তাঁর কেন্দ্র থেকে
ভাল লিড দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছিলেন শুভ্রাংশু।

[আরও পড়ুন: রাজ্য থেকে কেন্দ্রে মন্ত্রীদের সম্ভাব্য তালিকায় আছেন কারা! মমতার পথেই হাঁটছেন মোদী-শাহরা][আরও পড়ুন: রাজ্য থেকে কেন্দ্রে মন্ত্রীদের সম্ভাব্য তালিকায় আছেন কারা! মমতার পথেই হাঁটছেন মোদী-শাহরা]

দলবদল নিয়ে জল্পনা তৈরি হয় হয়েছিল আগেই

দলবদল নিয়ে জল্পনা তৈরি হয় হয়েছিল আগেই

ভোট পর্ব শুরু হওয়ার পর এপ্রিলের মাঝামাঝি সময়ে শুভ্রাংশুর ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়। তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা তৈরি হয়।
ফেসবুক পোস্টে তিনি বলেছিলেন, অপমানিত হতে হতে দেওয়ালে ঠেকেছে পিঠ। অগ্নিপরীক্ষা দিতে দিতে হৃদয়টা পুরো ঝলসে গিয়েছে।

[আরও পড়ুন:বিজেপির নজর পড়তেই ‘থরহরিকম্প' বাংলায়, হারের পর মমতা ডাকলেন জরুরি বৈঠক][আরও পড়ুন:বিজেপির নজর পড়তেই ‘থরহরিকম্প' বাংলায়, হারের পর মমতা ডাকলেন জরুরি বৈঠক]

English summary
Future decision will be taken after talking with my father, told TMC MLA Subhranshu Roy. Hisfather Mukul Roy joined BJP about one and half year back.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X