For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাধ্যমিক পরীক্ষা ২০১৬-র মেধাতালিকায় এগিয়ে কোন জেলা? দেখে নিন একনজরে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১০ মে : এদিন প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষা ২০১৬-র ফলাফল। এদিন সকাল ৯টা নাগাদ ফলাফল ঘোষণা করেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এবছর সাড়ে ১১ লক্ষের কাছাকাছি ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছিল।

মাধ্যমিকে পাশের হার বাড়ল, শীর্ষে কোচবিহারের মাথাভাঙা হাইস্কুলের সৌভিক বর্মন

প্রকাশিত হল এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফল, সাফল্যের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর

এবছর প্রথম দশে অর্থাৎ মেধাতালিকায় জায়গা করে নিয়েছে মোট ৬৬ জন ছাত্রছাত্রী। কলকাতাকে ছাপিয়ে জয়জয়কার জেলারই। এর মধ্যে প্রথম হয়েছে কোচবিহার মাথাভাঙা হাইস্কুলের ছাত্র শৌভিক বর্মন। সে পেয়েছে মোট ৬৮৩ নম্বর। আর কোন জেলার কে কে মেধাতালিকায় জায়গা পেয়েছে তা দেখে নিন একনজরে।

মাধ্যমিক পরীক্ষা ২০১৬-র মেধাতালিকায় এগিয়ে কোন জেলা? দেখে নিন

একনজরে মাধ্যমিক ২০১৬-র মেধাতালিকা

প্রথম স্থান (প্রাপ্ত নম্বর ৬৮৩)

শৌভিক বর্মন, কোচবিহার মাথাভাঙা হাইস্কুল

দ্বিতীয় স্থান (প্রাপ্ত নম্বর ৬৮২)

দেবদত্তা পাল, চুঁচুড়া বিনোদিনী গার্লস হাইস্কুল

তিতাস দুবে, বাঁকুড়া সিমলাপাল মঙ্গলাময়ী বালিকা বিদ্যামন্দির

রমিক দত্ত, দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ

তৃতীয় স্থান (প্রাপ্ত নম্বর ৬৮১)

অনীক ঘোষ, রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন

শুভ্রজিৎ মন্ডল, চাকদা রামলাল অ্যাকাডেমি

চতুর্থ স্থান (প্রাপ্ত নম্বর ৬৮০)

তনুজা দাস, কামাক্ষাগুড়ি হাইস্কুল

অনিকেত মিশ্র, জ্ঞানদীপ বিদ্যাপীঠ হাইস্কুল

কৌস্তুভ রায়, কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউট

রাজদীপ গঙ্গোপাধ্যায়, বালুরঘাট হাইস্কুল

রত্নদীপ ভট্টাচার্য, বালুরঘাট হাইস্কুল

পঞ্চম স্থান (প্রাপ্ত নম্বর ৬৭৯)

সৌরজ্যোতি মাইতি, সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির

বিশাল গঙ্গোপাধ্য়ায়, ওন্দা হাইস্কুল

মেঘাশ্রিতা দাস, বার্লো গার্লস হাইস্কুল

অন্বেষা মিত্র, রায়গঞ্জ গার্লস হাইস্কুল

মধুরিমা ঘোষ, বার্লো গার্লস হাইস্কুল

শৌভিক মন্ডল, ফুলিয়া শিক্ষানিকেতন স্কুল

সোহম চৌধুরী, শ্রী রামকৃষ্ণ শিশুতীর্থ হাইস্কুল

আদর্শ হাজরা, কিশোরনগর শচীন্দ্র শিক্ষাসদন

শায়রী ভট্টাচার্য, চুঁচুড়া বালিকা বাণীমন্দির

ষষ্ঠ স্থান (প্রাপ্ত নম্বর ৬৭৮)

দেবাঞ্জন বসু রায়, চাকদা রামলাল অ্যাকাডেমি

সৌমেন্দু বাগ, রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন

সপ্তম স্থান (প্রাপ্ত নম্বর ৬৭৭)

সৌরদীপ নাথ, উত্তরপাড়া মডেল স্কুল

মনোসৃজ রায়, অম্বিকা কালনা মহিষমর্দিনী হাইস্কুল

মৈত্রী ঘোষ, পূর্বস্থলী নীলমনি ব্রহ্মচারী ইনস্টিটিউশন

পম্পা সিনহা মহাপাত্র, চুঁচুড়া বালিকা বাণীমন্দির

হৃদয়কুমার দাস, কামাক্ষাগুড়ি হাইস্কুল

অষ্টম স্থান (প্রাপ্ত নম্বর ৬৭৬)

তমোঘ্ন চট্টরাজ, হাওড়া জেলা স্কুল

অনুভব চক্রবর্তী, পুরুলিয়া জেলা স্কুল

সৌম্যজিৎ চক্রবর্তী, পুরুলিয়া জেলা স্কুল

সৌম্যদীপ পাত্র, বেলদা গঙ্গাধর অ্যাকাডেমি

অনিমেষ রায়চৌধুরী, হুগলির মাওরা উত্তমচন্দ্র হাইস্কুল

অর্ঘ্য পাল, বাঁকুড়া জেলা স্কুল

পরিচয় ভট্টচার্য, বাঁকুড়া হেতিয়া হাইস্কুল

সৌমিত্র দাস, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির মালদহ

ফরহাদ কবীর, মানিকচক শিক্ষানিকেতন

মানসী প্রামাণিক, শ্যামসুখী বালিকা শিক্ষানিকেতন, মালদহ

নবম স্থান (প্রাপ্ত নম্বর ৬৭৫)

সৃজিতা দাস, সারদা বিদ্যাপীঠ ফর গার্লস, কলকাতা

দিশা হোড়, কামিনীকুমার গার্লস হাইস্কুল, হাবরা

শ্রেয়াংশ চ্যাটার্জি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন

রাতুল মালি, সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির

সৌমিলি বসাক, শ্রীরামপুর গার্লস হাইস্কুল

সায়নদীপ অধিকারী, নস্করপুর এফ সি হাইস্কুল, জয়নগর

নীলাঞ্জন পাত্র, কংসাবতী শিশু বিদ্যালয়

দিশারী পাল, বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ, ময়না

স্নেহা সামন্ত, দেবেন্দ্রলাল জগবন্ধু শিক্ষাসদন, দিঘা

তৃষা পাল, নবকলা হাইস্কুল, ডাবচা

দিশা দে, রানি বিনোদ মঞ্জরী গভর্মেন্ট গার্লস হাইস্কুল, ঝাড়গ্রাম

সাগ্নিক ঘোষ, কাপসিট হাইস্কুল, হুগলি

সৌরভ মাজি, কেদারপুর হাইস্কুল, খানাকুল

সৌরজিৎ দাস, জেনকিন্স স্কুল

সুবর্ণ মন্ডল, চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন

দশম স্থান (প্রাপ্ত নম্বর ৬৭৪)

সোহম মজুমদার, পুরুলিয়া জেলা স্কুল

ঋত্বিক মন্ডল, রামকৃষ্ণ মিশন হাইস্কুল, আসানসোল

অনির্বাণ চট্টোপাধ্যায় , জিরাট কলোনি হাইস্কুল, হুগলি

অর্ণব কুণ্ডু, বাঁকুড়া জেলা স্কুল

শুভম মিশ্র, সেন্ট অ্যান্ড্রুজ হাইস্কুল, বীরভূম

শাহরুখ নওয়াজ, গিরিপুর পুরনোগ্রাম বৈকুণ্ঠনাথ হাইস্কুল, মুর্শিদাবাদ

মেহেদুজ্জামান, জেনকিন্স স্কুল, কোচবিহার

মৃগাঙ্ক বসু, গোপালনগর এমএসএস হাইস্কুল, কোচবিহার

তনুমিতা রায়, রায়গঞ্জ গার্লস হাইস্কুল

তুহিন রায়, রায়গঞ্জ করোনেশন হাইস্কুল

প্রত্যয় সেনগুপ্ত, মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির

সঙ্কেত ভট্টাচার্য, কুসুমপুর আদর্শ বিদ্যালয়

জিষ্ণু বিশ্বাস, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল

সৌম্যজিৎ বিশ্বাস, রামলাল অ্যাকাডেমি, চাকদহ

English summary
Full merit list of Madhyamik Exam 2016
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X