For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৫ অগাস্ট থেকে বদলে যেতে চলেছে কলকাতা, কী বদল আসছে জানেন কি

আগামী ১৫ অগাস্ট থেকে শহরের পরিচ্ছন্নতায় এক নতুন ব্যবস্থা চালু করতে চলেছে কলকাতা পুরসভা।

  • |
Google Oneindia Bengali News

আগামী ১৫ অগাস্ট থেকে শহরের পরিচ্ছন্নতায় এক নতুন ব্যবস্থা চালু করতে চলেছে কলকাতা পুরসভা। জঞ্জাল পরিষ্কারের নতুন নিয়ম চালু করা হচ্ছে। এবার থেকে সন্ধ্যাবেলাতেও জঞ্জাল পরিষ্কার করা হবে।

১৫ অগাস্ট থেকে বদলে যেতে চলেছে কলকাতা, কী বদল আসছে জানেন কি

যার ফলে এবার থেকে দিনে তিনবার নয়, চারবার জঞ্জাল পরিষ্কারের কাজ করবে কলকাতা পুরসভা। এর জন্য পুরসভার তরফে বিভিন্ন বরোর জন্য লোক বাছাই করা হবে। দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত জঞ্জাল কালেকশন ও সাফাইয়ের কাজ চলবে। প্রতিটি গ্রুপে একজন করে সুপারভাইজার নিযুক্ত করা হবে। তাঁরা পুরসভার 'সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট' বিভাগকে রিপোর্ট করবে।

কোন এলাকা থেকে কীভাবে জঞ্জাল তোলা হয়েছে, কোথা থেকে পুরসভার গাড়ি তা সংগ্রহ করবে এই সব কাজ সহজ করতে সুপারভাইজাররা সমন্বয় সাধন করবে।

পুরসভা সূত্রে খবর, প্রতিদিন ৪৫০০ মেট্রিক টন জঞ্জাল তোলা হয় শহর জুড়ে। সেখানে বাংলার সব পুরসভা মিলিয়ে জঞ্জাল তোলা হয় প্রতিদিন ১৪ হাজার মেট্রিক জন।

পশ্চিমবঙ্গ সরকারের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস ২০১৬ মোতাবেক কঠিন বর্জ্যকে ছয়টি ভাগে ভাগ করা হয়েছে। শিল্প থেকে উৎপন্ন বর্জ্য, স্বাস্থ্য ও বায়োমেডিক্যাল ওয়েস্ট, বাড়ি-স্কুল-অফিস থেকে বেরনো বর্জ্য, প্লাস্টিক বর্জ্য, ইলেকট্রনিক বা ই-বর্জ্য ও নির্মাণ বর্জ্য। এগুলিকে কীভাবে রিসাইকেল করা যায় তা নিয়েই সরকার কাজ করছে।

English summary
From August 15, Kolkata Municipal Corporation will introduce the system of collecting garbage 4 times a day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X