কলকাতা থেকে ইংল্যান্ডের ব্যাঙ্কে জালিয়াতি, অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার ৭ কোটি টাকা
ব্যাঙ্ক প্রতারণার তদন্তে নেমে অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার নগদ প্রায় ৭ কোটি টাকা। এই ব্যক্তিকে গ্রেফতার করেছে লালবাজারের ব্যাঙ্ক প্রতারণা শাখার গোয়েন্দারা। ধৃতের নাম গৌরব সাতওয়ানি। সে কলকাতায় বসে ইংল্যান্ডে ব্যাঙ্ক জালিয়াতি করছিল।

গত অগাস্ট মাসে কলকাতার একটি বেসরকারি ব্যাঙ্কের পক্ষ থেকে এই জালিয়াতির বিষয়ে জানানো হয়। শেক্সপিয়র সরণি থানায় ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে গোয়েন্দারা। তদন্তে নেমে বেহালার যতীশ রায় রোডের বাড়ি থেকে এই গৌরবকে গ্রেফতার করে। উদ্ধার হয় জালিয়াতির ৬ কোটি ৯৫ লক্ষ টাকা।
ধৃতের কলকাতায় কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও রয়েছে। যেখানে জালিয়াতির বেশ কিছু টাকা জমা করা আছে। গৌরব কলকাতায় বসেই ইংল্যান্ডের একটি বেসরকারি ব্যাঙ্কে জালিয়াতি চালিয়ে যাচ্ছিল। তবে এই জালিয়াতির পেছনে গৌরব একা নাকি অন্যান্যরাও রয়েছে তা নিয়ে জেরা করা হচ্ছে অভিযুক্তকে।