For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪ বছর ধরে অভিনব উপায়ে প্রতারণা! শহরের পাঁচতারা হোটেল থেকে গ্রেফতার ১

পরপর ৪ বছর অভিনব উপায়ে প্রতারণা। শনিবার বাইপাসের একটি পাঁচতারা হোটেল থেকে গ্রেফতার এক প্রতারক। গ্রেফতার করার পর দুর্গাপুরের বাসিন্দা শ্যাম মৈত্রকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়।

  • |
Google Oneindia Bengali News

পরপর ৪ বছর অভিনব উপায়ে প্রতারণা। শনিবার বাইপাসের একটি পাঁচতারা হোটেল থেকে গ্রেফতার এক প্রতারক। গ্রেফতার করার পর দুর্গাপুরের বাসিন্দা শ্যাম মৈত্রকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়ার পর অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় ভবানীভবনে।

৪ বছর ধরে অভিনব উপায়ে প্রতারণা! শহরের পাঁচতারা হোটেল থেকে গ্রেফতার ১

২০১৪ থেকে সারা দেশে কমপক্ষে ৮ থেকে ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ। তবে এখনও পর্যন্ত রাজ্যের কোনও বাসিন্দা শ্যাম মৈত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেননি। বেশিরভাগ অভিযোগই দায়ের হয়েছে দক্ষিণ ভারতে। অভিযোগের ভিত্তিতে পুদুচেরি থেকে এক এসপির নেতৃত্বে আসছে বিশেষ তদন্তকারী দল।

নিজের প্রকৃত নাম গোপন করে বিভিন্ন সাইটে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার এজিএম মার্কেটিং বলে পরিচয় দিতেন এই শ্যাম মৈত্র। সেখানে ওই ব্যক্তি সেইলের লোগোও ব্যবহার করতেন বলে অভিযোগ। ব্যবসায়ীদের কাছ থেকে টাকা হাতানোর পর কিছুদিন চুপ থাকতেন। ফের অন্য নামে যোগাযোগ শুরু করতেন।

পুদুচেরি পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্তের সন্ধান শুরু করা হয়। মোবাইলের টাওয়ার লোকেশনে বাইপাসের পাঁচতারা হোটেলের আশপাশে সেটিকে দেখা যায়। পরে পাঁচ তাঁরা হোটেলে ফাঁদ পাতেন গোয়েন্দারা। হোটেল থেকে চেকআউট করার সময় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর বিধাননগর আদালতে হয়ে ধৃতকে নিয়ে যাওয়া হয় ভবানীভবনে। সিআইডি-র কর্তারা ধৃত শ্যাম মৈত্রকে জিজ্ঞাসাবাদে, এরাজ্যে প্রতারণার জাল কতটা বিস্তৃত সেই তথ্যের সন্ধান করছেন। দলে অন্য কেউ যুক্ত আছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

English summary
Fraud arrest from a five star hotel in Kolkata on Saturday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X