For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘ফোর টোয়েন্টি’ দল তৃণমূল ক’টি আসন পাবে বাংলায়, স্পষ্ট করলেন বিজেপি নেতা

তৃণমূল কংগ্রেসকে ফোর টোয়েন্টি দল বলে অভিহিত করলেন বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনি বলেন, চারশো বিশের দল তৃণমূল।

Google Oneindia Bengali News

তৃণমূল কংগ্রেসকে ফোর টোয়েন্টি দল বলে অভিহিত করলেন বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনি বলেন, চারশো বিশের দল তৃণমূল। ওরা কতগুলি আসন পাবে এবার তা সবাই জানে। তিনি কটাক্ষ করে বলেন, চারশো বিশের দল এবার লোকসভায় ৪২০টি আসন পাবে। শনিবার দুর্গাপুরে মোদীর সভার প্রস্তুতি খতিয়ে দেখে তিনি তোপ দাগেন তৃণমূলকে।

‘ফোর টোয়েন্টি’ তৃণমূল ক’টি আসন পাবে ইঙ্গিত বিজেপি নেতার

উল্লেখ্য, এবার তৃণমূল কংগ্রেস ৪২-এ ৪২ আসন প্রাপ্তি হবে বলে দাবি করে আসছে। তৃমমূল নেতাদের কথায়, তাঁরা এবার সবকটি আসনেই জয়ী হবে। তার পরিপ্রেক্ষিতেই সায়ন্তন বসু বলেন, ৪২-এর পাশে একটা শূন্য বসিয়ে দিন। তৃণমূল ততগুলি আসনই পাবে। এটা একেবারে নিশ্চিত। এদিন মোদীর সভার প্রস্তুতি নিয়ে পুলিশ ও রাজ্য প্রশাসন অসহযোগিতা করছে বলে অভিযোগ তোলেন।

সায়ন্তন বলেন, ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা হবে দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে। এখানে কিছু সমস্যা রয়েছে। তা নিরসনে প্রশাসন কোনওরূপ সাহায্য করছে না বলে তাঁর অভিযোগ। তিনি বলেন, আমরা যে মাঠটা চেয়েছিলাম প্রশাসন তা দেয়নি। রাজ্য সরকার আপত্তির কারণেই আমরা সভা করতে পারছি না নির্দিষ্ট মাঠে।

এদিন তিনি মহাজোটের ব্রিগেড নিয়েও তোপ দাগেন। বলেন, সবাই প্রশানমন্ত্রী হতে চায়ষ ঘুমের মধ্যে স্বপ্ন দেখে। যাঁরা রাজনীতির অতলে তলিয়ে গিয়েছেন, তাঁরাও ভাবেন যদি একবার ভাগ্য খুলে যায়। সব বাতিল মুখ্যমন্ত্রীরা এখন প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে বলে অভিযোগ তাঁর।

English summary
Four twenty TMC will get 420 seats in West Bengal Loksabha Election 2019. Sayantan Basu criticizes Trinamool Congress.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X