For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার সাত বছরে বাংলায় উড়ালপুল বিপর্যয়ের সাতকাহন, নবতম সংযোজন মাঝেরহাট

মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে ক্ষমতায় আসার পর ভয়াবহতম ঘটনা ঘটেছিল দু-বছর আগে পোস্তা উড়ালপুল-কাণ্ডে। নবতম সংযোজন কলকাতার ব্যস্ততম ব্রিজ মাঝেরহাট।

  • |
Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে ক্ষমতায় আসার পর বাংলার বুকে ভেঙে পড়ল চার চারটি উড়ালপুল ও ব্রিজ। তার মধ্যে ভয়াবহতম ঘটনা ঘটেছিল দু-বছর আগে পোস্তা উড়ালপুল-কাণ্ডে। আর এই 'সিরিজে'র নবতম সংযোজন কলকাতার ব্যস্ততম ব্রিজ মাঝেরহাট। দিনের ব্যস্ত সময়ে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ায় ফিরে আসে পোস্তার ভয়াবহ স্মৃতি।

উল্টোডাঙা উড়ালপুল

উল্টোডাঙা উড়ালপুল

মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার কিছুদিন আগে উদ্বোধন হয়েছিল উল্টোডাঙা উড়ালপুলের। বাম আমলে তৈরি হওয়া এই উড়ালপুল ভেঙে পড়েছিল উদ্বোধনের ঠিক ২ বছর ২ মাসের মাথায়। দিনটা ছিল ২০১৩ সালের ৪ মার্চ। একটি লরি নিয়ে উড়ালপুলটি ভেঙে পড়ে। ভিআইপি রোড থেকে ইএম বাইপাস যাওয়ার উড়ালপুলটি ভেঙে পড়ায় সেবার কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। আহত হয়েছিলেন তিনজন।

[আরও পড়ুন: ব্রিজ ভাঙার দায় মমতার সরকারের! সরাসরি অভিযোগ মোদীর দলের][আরও পড়ুন: ব্রিজ ভাঙার দায় মমতার সরকারের! সরাসরি অভিযোগ মোদীর দলের]

[আরও পড়ুন:কলকাতায় ব্রিজ ভাঙার ঘটনা দুর্ভাগ্যজনক! পাশে থাকার আশ্বাস মোদীর][আরও পড়ুন:কলকাতায় ব্রিজ ভাঙার ঘটনা দুর্ভাগ্যজনক! পাশে থাকার আশ্বাস মোদীর]

[আরও পডুন:ফিরল দু-বছর আগের ভয়াবহ স্মৃতি, মাঝেরহাটে ব্রিজ ভেঙে মৃতের সংখ্যায় ধন্দ][আরও পডুন:ফিরল দু-বছর আগের ভয়াবহ স্মৃতি, মাঝেরহাটে ব্রিজ ভেঙে মৃতের সংখ্যায় ধন্দ]

[আরও পড়ুন: মাঝেরহাট ব্রিজ-দুর্ঘটনায় আশঙ্কার মেঘ ক্রমেই দানা বাঁধছে, উঠে আসছে একাধিক তথ্য ][আরও পড়ুন: মাঝেরহাট ব্রিজ-দুর্ঘটনায় আশঙ্কার মেঘ ক্রমেই দানা বাঁধছে, উঠে আসছে একাধিক তথ্য ]

পোস্তা উড়ালপুল

পোস্তা উড়ালপুল

এর পরেই ঘটে ভয়াবহতম পোস্তা উড়ালপুল দুর্ঘটনা। ২০১৬ সালের ৩১ মার্চ দুপুর সাড়ে ১২টায় পোস্তার ঘিঞ্জি এলাকায় ভেঙে পড়ে নির্মীয়মান বিবেকানন্দ উড়ালপুল। এই ঘটনায় মৃত্যু হয় ২৭ জনের, জখম হন ৮৯ জন। স্বভাবতই এই ঘটনার ভয়াবহতা তীব্র রূপ নেয় রাজ্যে। শুরু হয় রাজনৈতিক চাপানউতোরও। সেইসঙ্গে তৈরি হয় পোস্তা উড়ালপুলেক বাকি অংশ নিয়ে সংকট। শেষমেশ আদালতের নির্দেশে ওই উড়ালপুল ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।

[আরও প়ড়ুন: LIVE Kolkata-Flyover: সফর বাতিল করে ফিরছেন মমতা, প্রতিক্রিয়া মোদীর, স্ল্যাবের নিচে ২ জীবীত ][আরও প়ড়ুন: LIVE Kolkata-Flyover: সফর বাতিল করে ফিরছেন মমতা, প্রতিক্রিয়া মোদীর, স্ল্যাবের নিচে ২ জীবীত ]

[আরও পড়ুন: মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনায় ৬ জন ভর্তি হাসপাতালে, পরিস্থিতি নিয়ে আরও যা জানালেন মন্ত্রী ফিরহাদ][আরও পড়ুন: মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনায় ৬ জন ভর্তি হাসপাতালে, পরিস্থিতি নিয়ে আরও যা জানালেন মন্ত্রী ফিরহাদ]

[আরও পড়ুন: ‘যেন মৃত্যুর হাতছানি দেখলাম কাছ থেকে, চোখের সামনেই ঘটে গেল মহা বিপর্যয়'][আরও পড়ুন: ‘যেন মৃত্যুর হাতছানি দেখলাম কাছ থেকে, চোখের সামনেই ঘটে গেল মহা বিপর্যয়']

শিলিগুড়ি উড়ালপুল

শিলিগুড়ি উড়ালপুল

পোস্তার মতোই নির্মীয়মান উড়ালপুল ভেঙে পড়ে শিলিগুড়িতে। ৩১ ডি জাতীয় সড়কের উপর উড়ালপুলটি ভেঙে পড়েছিল এই বছরেরই ১১ আগস্ট। শিলিগুড়ি মহকুমার গোয়ালতুলি এলাকার নির্মীয়মান উড়ালপুলটি সকালের দিকে ভেঙে পড়ায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। এই উড়ালপুলটি ভেঙে পড়ার কারণ হিসেবে নির্মাণ সামগ্রীর গুণমান নিয়ে প্রশ্ন ওঠে। উড়ালপুলের নির্মীণকার্যের শ্রমিকদের ঘিরে বিক্ষোভ দেখানো হয়

মাঝেরহাট ব্রিজ

মাঝেরহাট ব্রিজ

আর এই উড়ালপুল বা ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় নবতম সংযোজন মাঝেরহাট ব্রিজ। এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ ভেঙে পড়ে ব্রিজটি। সেইসঙ্গে ব্রিজ থেকে রেল লাইনের পাশে মুখ থুবড়ে পড়ে একটি মিনিবাস, পাঁচটি ট্যাক্সি, বেশ কিছু বাইক। ঘটনায় হতাহেতর সংখ্যা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। অসমর্থিত সূত্রে পাঁচ জনের মৃত্যুর খবর মিললেও, তার সত্যতা পাওয়া যায়নি।

English summary
Four Bridge and Flyover collapse in the time of Mamata Banerjee’s seven year. Majherhat Bridge is newly added in this accident list,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X