For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে গণতন্ত্র নেই, পঞ্চায়েত নির্বাচনকে রক্তের উৎসব বললেন লোকসভার প্রাক্তন স্পিকার

রাজনীতি থেকে তিনি সন্ন্যাস নিয়েছেন অনেক আগেই। কিন্তু বর্তমান পরিস্থিতিতে চুপ করে থাকতে পারলেন না। পঞ্চায়েত ভোটের আগে মুখ খুললেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

রাজনীতি থেকে তিনি সন্ন্যাস নিয়েছেন অনেক আগেই। কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতিতে তিনি আর চুপ করে থাকতে পারলেন না। অবশেষে পঞ্চায়েত ভোটের আগে মুখ খুললেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যে গণতন্ত্র নেই, এটা কি নির্বাচন হচ্ছে? নির্বাচনের নামে রক্তের উৎসব হচ্ছে রাজ্যে।

রাজ্যে গণতন্ত্র নেই, পঞ্চায়েত নির্বাচনকে রক্তের উৎসব বললেন লোকসভার প্রাক্তন স্পিকার

[আরও পড়ুন:রমজান মাসে ভোট নয়, ইমাম-সহ মুসলিম সংগঠনগুলি কী দাবি রাখলেন কমিশনে][আরও পড়ুন:রমজান মাসে ভোট নয়, ইমাম-সহ মুসলিম সংগঠনগুলি কী দাবি রাখলেন কমিশনে]

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোমনাথ চট্টোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গ জঙ্গলের দেশে পরিণত হয়েছে। এখানে পুলিশের ভূমিকা খুবই হতাশাজনক। রাজ্য সরকার চাইছে বিরোধী শূন্য পঞ্চায়েত করতে, আর পুলিশ শাসকের সেই ইচ্ছাকে বাস্তবে পরিণত করতে উঠেপড়ে লেগেছে। রাজ্যের গণতন্ত্র হারিয়ে গিয়েছে। নির্বাচনের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যে সংস্থা, সেই নির্বাচন কমিশন অসহায় হয়ে বসে আছে।

এদিন সোমনাথ চট্টোপাধ্যায় আরও বলেন, রাজ্যে ৩৫৬ ধারা জারির মতো অবস্থা তৈরি হয়েছে। বিরোধীরা মনোনয়ন পেশ করতে পারছে না। শাসক পক্ষ বলছে, বিরোধীদের প্রার্থী দেওয়ার মতো লোক নেই। আবার বলছে বিরোধী দলই গন্ডগোল পাকাচ্ছে। তাহলে তোমার পুলিশ করছে কী, প্রশ্ন তোলেন লোকসভার প্রাক্তন স্পিকার তথা সিপিএমের প্রাক্তন সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়।

তাঁর কথায়, নির্বাচন হল একটা উৎসব। একটা প্রতিযোগিতা। যে প্রতিযোগিতা হবে দুই বা ততোধিক মানুষের মধ্যে। সেখানে নির্ধারিত হবে, কোনজনকে মানুষ চাইছেন। সেটা আমাদের দেশে হয় রাজনৈতিক রঙ অনুযায়ী। তা বলে দলের রং দেখে সেই নির্বাচনী উৎসবকে রক্তের উৎসবে পরিণত করতে হবে? এই প্রবণতাই আজ প্রকট হয়ে দেখা দিয়েছে রাজ্যে। এই অবস্থায় সংবাদপত্রের তথা সংবাদমাধ্যমের সঠিক ভূমিকা পালনের কথা বলেন তিনি। বলেন, ব্যক্তি স্বার্থ নয়, দেশের স্বার্থে সঠিক ভূমিকা পালন করা উচিত, সাংবাদিক ও সংবাদ মাধ্যমের।

English summary
Former speaker of Loksabha Somnath Chatterjee says no democracy in West Bengal. He says that blood festival is going on in the state in the name of voting,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X