For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন সভাপতি কে! প্রশ্ন রয়েই গেল, তৃণমূল ছাত্র পরিষদের আহ্বায়ক হলেন সেই জয়া

তৃণমূল ছাত্র পরিষদের নতুন সভাপতি কে, তা নিয়ে কোনও সিদ্ধান্ত গৃহীত হল না কোর কমিটির বৈঠকে। শুধু উপদেষ্টা কমিটি গঠন করা হল।

  • |
Google Oneindia Bengali News

তৃণমূল ছাত্র পরিষদের নতুন সভাপতি কে, তা নিয়ে কোনও সিদ্ধান্ত গৃহীত হল না কোর কমিটির বৈঠকে। শুধু উপদেষ্টা কমিটি গঠন করা হল। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ছাত্র সংগঠনের জন্য উপদেষ্টা কমিটি গঠন করে দেন। সেইসঙ্গে জানিয়ে দেওয়া হয় এই উপদেষ্টা কমিটি সাত দিনের মধ্যে নতুন সভাপতির নাম জানাবে।

নতুন সভাপতি কে! এ প্রশ্ন রেখেই টিএমসিপির উপদেষ্টা কমিটির আহ্বায়ক করা হল জয়াকে

তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির পদ থেকে অপসারিত হয়েছিলেন জয়া দত্ত। তিনিই উপদেষ্টা কমিটির আহ্বায়ক হয়েছেন। আর এই কমটির চেয়ারম্যান হলেন শিক্ষামন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। কো-চেয়ারম্যান হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ১০ জনের কমিটিতে রয়েছেন সুব্রত বক্সি, অশোক দেব, বৈশ্বানর চট্টোপাধ্যায় প্রমুখ।

এদিন সমস্ত জেলা সভাপতিকে পদত্যাগ করতে নির্দেশ দেওয়া হয় তৃণমূলের তরফে। সেইসঙ্গে প্রত্যেক জেলা থেকে পাঁচ জন করে সদস্য পাঠানোর নির্দেশও জারি করা হয়। এরপর উপদেষ্টা কমিটি নতুন করে রাজ্য ও জেলা সভাপতিদের নিয়োগ করবে বলে জানান মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সভাপতি নির্ধারণে সাত দিনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

[আরও পড়ুন:২০১৯ লোকসভা ভোটে বিজেপির নেতৃত্বে অমিতই, সিদ্ধান্ত বিজেপিতে ][আরও পড়ুন:২০১৯ লোকসভা ভোটে বিজেপির নেতৃত্বে অমিতই, সিদ্ধান্ত বিজেপিতে ]

উল্লেখ্য, গত ২৮ আগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চে পুরনো সভাপতিদের নিয়ে একটা কমিটি গঠন করে দিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ১৫ দিনের মধ্যে সভাপতি নির্বাচন করতে। সেইমতোই তৃণমূল কংগ্রেসের তরফে উপদেষ্টা কমিটি গঠন করে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

[আরও পড়ুন: ২৫ হাজার টাকা দিলেই কড়কড়ে ১ লক্ষের নোট! লোভনীয় 'অফার' কাঁটাতারের ফাঁকে][আরও পড়ুন: ২৫ হাজার টাকা দিলেই কড়কড়ে ১ লক্ষের নোট! লোভনীয় 'অফার' কাঁটাতারের ফাঁকে]

সভাপতি নির্বাচন প্রক্রিয়ার পাশাপাশি এদিন তৃণমূল মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিছু নির্দেশিকা বেঁধে দেন ছাত্র সমাজের উদ্দেশ্যে। ছাত্র সংগঠনে তাঁরাই থাকবেন, যাঁরা ছাত্র। তাঁদেরকে ছাত্রসুলভ আচরণ করতে হবে। শিক্ষকদের সঙ্গে সু-সম্পর্ক রাখতে হবে। কলেজে উপস্থিতির হার ঠিক রাখতে হবে। বারবার ফেল করা ছাত্রদের রাখা হবে না সংগঠনে।

[আরও পড়ুন: বিজেপির 'বেঙ্গল-লাইন' কাটতে মাস্টারস্ট্রোক মমতার, মিশন ২০১৯-এ 'হিন্দি' তৃণমূল][আরও পড়ুন: বিজেপির 'বেঙ্গল-লাইন' কাটতে মাস্টারস্ট্রোক মমতার, মিশন ২০১৯-এ 'হিন্দি' তৃণমূল]

English summary
Former president of TMCP Jaya Dutta becomes convener of advisory committee. Partha Chatterjee informs this committee will elect president within 7 days,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X