দল ছাড়লেন প্রাক্তন মন্ত্রী, বিজেপিকে টেক্কা দিয়ে লোকসভার আগে শক্তিবৃদ্ধি তৃণমূলের
বামফ্রন্টেও ভাঙন ধরিয়ে দিল তৃণমূল কংগ্রেস। প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী যোগ দিলেন শাসক দল তৃণমূল কংগ্রেসে। শুক্রবার তৃণমূলের কলকাতা দফতরে এসে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন ফরওয়ার্ড ব্লক নেতা পরেশ অধিকারী। তাঁর হাতে পতাকা তুলে দেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঘোষ প্রমুখ।

পরেশ অধিকারী ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক। চারবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। ১৯৯১, ২০০১, ২০০৬ ও ২০১১ সালে বিধানসভা নির্বাচনে জয়যুক্ত হয়েছিলেন। ছিলেন বামফ্রন্ট সরকারের খাদ্যমন্ত্রী। ২০১৬ বিধানসভায় তৃণমূলের অর্ঘ্য রায়প্রধানের কাছে পরাজিত হন তিনি।
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল দলবদল করতে চলেছেন বামফ্রন্ট সরকারের প্রাক্তনমন্ত্রী। সেইমতো এদিন দলবদল করে ফরওয়ার্ড ব্লকের পতাকা ত্যাগ করে তুলে নিলেন ঘাসফুলের পতাকা। তাঁর যোগদানে কোচবিহারে শক্তিবৃদ্ধি হল তৃণমূলের। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের তত্ত্বাবধানে তিনি তৃণমূলের যোগ দিলেন।
পরেশ অধিকারীর তৃণমূলে যোগদানের সঙ্গে সঙ্গে ফরওয়ার্ড ব্লকের অস্তিত্ব প্রশ্নের মুখে পড়ে গেল। যে দুজন নেতার উপর ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব নির্ভর করত কোচবিহারে, সেই দুজন নেতাই যোগ দিলেন তৃণমূলে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে দল ছেড়েছিলেন উদয়ন গুহ। যোগ দিয়েছিলেন তৃণমূলে। এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন পরেশ অধিকারী।