For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুজোর আগেই বঙ্গে ভারী বৃষ্টির ভ্রুকুটি! কতদিন চলবে বৃষ্টি, জেনে নিন বিস্তারিত

নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জেরে অক্টোবরের ১০ থেকে ১৩ তারিখের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। একইসঙ্গে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী ১২ ঘন্টায় যা সুষ্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরবর্তী ২৪ ঘন্টায় গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ৭২ ঘন্টায় ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে বলে অনুমান।

আবহাওয়া দফতরের পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস

নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জেরে অক্টোবরের ১০ থেকে ১৩ তারিখের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

ভারী বৃষ্টির পূর্বাভাস

ভারী বৃষ্টির পূর্বাভাস

১১ ও ১২ অক্টোবর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে অনুমান। ভারী বৃষ্টিপাতের (৭-১১ সেমি) সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

ঝড়ের পূর্বাভাস

ঝড়ের পূর্বাভাস

বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে। ৮ থেকে ১০ অক্টোবরের মধ্যে গভীর সমুদ্র এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর অঞ্চলে ঘন্টায় প্রায় ৬৫ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

মৎস্যজীবীদের প্রতি সতর্কতা

মৎস্যজীবীদের প্রতি সতর্কতা

ঝড়ের জেরে ৯ অক্টোবর সকাল থেকে উত্তাল থাকবে সমুদ্র। ফলে ৮ অক্টোবর রাত থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা ইতিমধ্যেই গভীর সমুদ্রে গিয়েছেন, তাঁদের ফিরে আসতে বার্তা পাঠানো হয়েছে।

English summary
Forecast of Enhanced rainfall activity over Gangetic West Bengal in view of formation of low pressure area
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X