For Quick Alerts
For Daily Alerts
এই প্রথম কলকাতা বইমেলায় হবে সরস্বতী পুজো

বইমেলার ইতিহাসে আগে কখনও এমন ঘটনা ঘটেনি। অবশ্য বইমেলা চলাকালীন যে ফি বছর সরস্বতী পুজো পড়ে, এমনটা নয়। যাই হোক, মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে এমন আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। মিলনমেলা প্রাঙ্গেণে গিল্ড অফিসের সামনে হবে পুজো।
দূর-দূরান্ত থেকে আসা বইপ্রেমী মানুষজন বই কেনার পাশাপাশি প্রতিমা দর্শন করতে পারবেন। শালপাতায় গরম খিচুড়িভোগ তুলে দেওয়া হবে দর্শনার্থীদের হাতে। নিখরচায়। চাইলে সকাল-সকাল এসে অঞ্জলিও দেওয়া যাবে। ফলে পুজো দেখাও হবে। আবার বই কেনাও হবে!