For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার শপথগ্রহণ অনুষ্ঠান : রেড রোডের রঙ বদলে হল 'নীল-সাদা'

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২৫ মে : আগামী শুক্রবার ২৭ মে মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয়বারের জন্য শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আর রাজভবন নয়,তৃণমূল নেত্রী শপথ নেবেন রেড রোডে জনসমক্ষে। আর সেজন্যই গত কয়েকদিন ধরে রেড রোডের একাংশ বন্ধ রেখে প্রস্তুতি চলছে মঞ্চ বাঁধা সহ একাধিক কাজের।

এই ঐতিহ্যবাহী রেড রোড যা ফোর্ট উইলিয়াম, বিধানসভা ও কলকাতা হাইকোর্টকে একসূত্রে বেঁধেছে। এই রেড রোডকেই সাদা নীল রঙে রাঙিয়ে দেওয়া হয়েছে। তৈরি হয়েছে বিশালাকার মঞ্চ যেখানে শুক্রবার শপথ নেবেন মমতা।

মমতার শপথগ্রণ অনুষ্ঠান : রেড রোডের রঙ বদলে হল 'নীল-সাদা'

শপথ অনুষ্ঠানে অন্তত এক লক্ষ মানুষ আসবেন বলে ধরে নেওয়া হচ্ছে। এছাড়া প্রায় ২০০ জন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূলের শপথগ্রহণ অনুষ্ঠানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ অনুষ্ঠান হয়ে গেলে তারপরে অন্যান্য মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।

তবে এই শপথ অনুষ্ঠান বয়কটের সম্ভাবনার কথা ইতিমধ্যে জানিয়েছে বাম-কংগ্রেস। রেড রোড আটকে অনুষ্ঠান করায় বিজেপিও শুক্রবার রাজপথে নেমে বিক্ষোভ দেখাতে পারে বলে জানিয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।

যদিও পাল্টা তৃণমূলের তরফে জানানো হয়েছে, রেড রোডে শপথের দিন সমস্ত ব্যবস্থা প্রশাসন করেছে। যানযট এড়াতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। সবাইকে পাশে নিয়েই শুক্রবার ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেবেন। আপাতত এই নিয়েই ব্যস্ত তৃণমূল নেতৃত্ব।

English summary
For Mamata Banerjee's Oath, Kolkata's Famous Red Road Turns Blue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X