For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা সংক্রমণ মাত্রা ছাড়া, টানা এক সপ্তাহের কড়া লকডাউনের পথে বারাসত

করোনা সংক্রমণ মাত্রা ছাড়া, টানা এক সপ্তাহের কড়া লকডাউনের পথে বারাসত

  • By Aveek
  • |
Google Oneindia Bengali News

করোনায় কন্টেইনমেন্ট জোন সবচেয়ে বেশি বেড়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। তারমধ্যে বারাসতে করোনা ভাইরাসের সংক্রমণ মাত্রাতিরিক্ত ভাবে বেড়ে চলেছে।পরিস্থিতি মোকাবিলায় শেষে লকডাউনের কড়া সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার থেকে আগামী ৭ দিন গোটা বারাসতে কড়া লকডাউন ঘোষণা করা হয়েছে।

৭ দিন কড়া লকডাউন

৭ দিন কড়া লকডাউন

টানা সাতদিন কড়া লকডাউন ঘোষণা করা হয়েছে বারাসতে। করোনা সংক্রমণ হঠাৎ করে বেড়ে চলায় এই কড়া লকডাউনের সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার থেকে টানা সাতদিন গোটা বারাসত শহর টানা লকডাউন থাকবে বলে জানানো হয়েছে। বারাসত পুর এলাকাতেই এই কড়া লকডাউন বহাল থাকবে।

কোন কোন ক্ষেত্রে ছাড়

কোন কোন ক্ষেত্রে ছাড়

বারাসত পুরসভার ৩৫টি ওয়ার্ডেই কড়া লকডাউন জারির কথা ঘোষণা করা হয়েছে। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সবজির বাজার এবং মুদির দোকান ও অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলা থাকবে। সোম- বুধ, শুক্র এবং রবি এই চারদিন পাইকারি বাজার খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। অটো এবং টোটো চলাচলও নিয়ন্ত্রণ করা হবে। কেবলমাত্র ওষুধ এবং দুধের দোকান খোলা রাখা হবে।

করোনা সংক্রমণ বাড়ছে

করোনা সংক্রমণ বাড়ছে

বারাসতের জনবসতি বেশি হওয়ার করণে করোনা সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত শুধু মাত্র বারাসত পুর এলাকায় ৭৪ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। মারা গিয়েছেন ৯ জন। বারাসত পুর এলাকায় ১১টি কন্টেইনমেন্ট জোন রয়েছে।

উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত

উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত

শুধু মাত্র উত্তর ২৪ পরগনা জেলাতেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার। মারা গিয়েছেন ১৭২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন ৩১৩০ জন।

বৈঠকে অনুপস্থিততে 'কড়া পদক্ষেপ’! বিধি লঙ্ঘনের আশঙ্কায় ধনখড়ের নির্দেশে 'ক্ষোভ’ প্রকাশ উপাচার্যদেরবৈঠকে অনুপস্থিততে 'কড়া পদক্ষেপ’! বিধি লঙ্ঘনের আশঙ্কায় ধনখড়ের নির্দেশে 'ক্ষোভ’ প্রকাশ উপাচার্যদের

English summary
For extreme coronavirus infection situation week long strict lockdown will imposed in Barasat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X