For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৬৫০ কোটির বিনিয়োগে রাজ্যে এবার লজিস্টিক হাব, নয়া শিল্পে সরাসরি ৫০০০ কর্মসংস্থান

রাজ্যে শিল্প সম্ভাবনার সঙ্গে তাল মিলিয়েই আসছে আরও বিনিয়োগ। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবার রাজ্যে ৬৫০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে বাণিজ্য সম্মেলন থেকেই শিল্প সম্ভাবনার দুয়ার খুলে গিয়েছিল। এবার সেই সম্ভাবনার সঙ্গে তাল মিলিয়েই রাজ্যে আসছে আরও বিনিয়োগ। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবার রাজ্যে ৬৫০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। তারা এবার লজিস্টিক হাব তৈরি করবে রাজ্যে। আর এই হাব হলে সরাসরি পাঁচ হাজার কর্মসংস্থান হবে। পরোক্ষে ১৫ হাজার কর্মসংস্থান হতে পারে বলে জানানো হয়েছে শিল্প দফতরের তরফে।

৬৫০ কোটির বিনিয়োগে রাজ্যে এবার লজিস্টিক হাব, নয়া শিল্পে সরাসরি ৫০০০ কর্মসংস্থান

[আরও পড়ুন: দায়িত্ব পালন করছেন না সচিব, প্রশাসনিক বৈঠকে কড়া ধমক মমতা বন্দ্যোপাধ্যায়ের][আরও পড়ুন: দায়িত্ব পালন করছেন না সচিব, প্রশাসনিক বৈঠকে কড়া ধমক মমতা বন্দ্যোপাধ্যায়ের]

ইতিমধ্যে সংস্থার তরফে রাজ্যে জমি পরিদর্শন করে গিয়েছেন সংস্থার আধিকারিকরা। রাজ্যের শিল্প দফতরের পক্ষ থেকে সংস্থাকে জানানো হয়েছে, জমি কোনও সমস্যা হবে না। খড়গপুর ও পানাগড়ের শিল্প তালুকে জমি পরিদর্শনও করানো হয়েছে। এবার তাঁরা কোন জায়গাকে বেছে নেন ফ্লিপ কার্ট, তা জানানোর পরই এ ব্যাপারে চূড়ান্ত হবে মউ। একই জায়গায় ৮০ একর জমির প্রয়োজনীয়তার কথা জানিয়েছে সংস্থাটি।

৪০ লক্ষ বর্গফুট জুড়ে এই লজিস্টিক হাব তৈরি করবে ফ্লিপকার্ট। নিজেদের উৎসাহেই বাংলাকে তারা বেছে নিয়েছে বিনিয়োগের জন্য। তার কারণ বাংলার বাজারকে তাঁরা কাজে লাগাতে চাইছেন। আর বাংলা থেকে সেই সাড়াও তাঁরা ইতিমধ্যে পেয়েছেন। পরিকাঠামো ও উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকবে, এমন জায়গা বেছে নেওয়াই এই শিল্পোদ্যোগের পরবর্তী ধাপ।

ফ্লিপকার্টের এখন লক্ষ্য পশ্চিমবঙ্গ ও কর্ণাটকে দুটি কেন্দ্র স্থাপন করা। রীতিমতো সমীক্ষা করে তারা রাজ্যে লগ্নির প্রস্তাব দিয়েছে। সম্প্রতি কেন্দ্রায় শিল্প নীতি বিষয়ক দফতরের পক্ষ থেকে শংসাপত্র দেওয়া হয়েছে, এ রাজ্য শিল্পোদ্যোগ তৈরিতে এক নম্বর। তারপরই এই বিনিয়োগ বার্তা রাজ্যের শিল্প পরিচায়ক বলেই মনে করছে শিল্পমহল।

[আরও পড়ুন:ভোট দিন কংগ্রেসকে, নির্দেশ দিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়! অন্য অঙ্ক কষা শুরু][আরও পড়ুন:ভোট দিন কংগ্রেসকে, নির্দেশ দিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়! অন্য অঙ্ক কষা শুরু]

English summary
Flipkart wants to invest of rupees 650 crore to build a logistic hub in West Bengal. There will be 5000 jobs in the state directly after investment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X