For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেড়ে চলা বায়ুদূষণ ঠেকাতে রাস্তায় নামতে চলছে পাঁচ হাজার ইলেকট্রিক বাস

বেড়ে চলা বায়ুদূষণ ঠেকাতে রাস্তায় নামতে চলছে পাঁচ হাজার ইলেকট্রিক বাস

  • |
Google Oneindia Bengali News

যানবাহনের দূষিত ধোঁয়ার প্রকোপে বায়ুদূষণ ঠেকাতে কিছুদিন আগেই শহরে ইলেকট্রিক বাস চালু সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। বর্তমানে কলকাতায় প্রায় ৮০টি ইলেকট্রিক বাস রয়েছে। আগামী দিনে বেড়ে চলা পরিবেশ দূষণের ক্ষেত্রে রাজ্য সরকারের এই পদক্ষেপ বিশেষ ভূমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে।

ব্লুমবার্গ ফিলান্ট্রোপি অ্যাওয়ার্ড রাজ্য সরকারের ঝুলিতে

ব্লুমবার্গ ফিলান্ট্রোপি অ্যাওয়ার্ড রাজ্য সরকারের ঝুলিতে

আগামী দশ বছরের মধ্যে শহরে আরও এই জাতীয় আরও পাঁচ হাজারেরও বেশি বাস চালু করার পরিকল্পনা করলো রাজ্য সরকার। যার ফলে শহরের বায়ুদূষণে অনেকটাই রাশ টানা সম্ভব হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। এদিকে রাজ্য সরকার "গ্রিন মোবলিটি" বিভাগে ইতিমধ্যেই সি-৪০ সিটির ব্লুমবার্গ ফিলান্ট্রোপি অ্যাওয়ার্ড পেয়েছে।

কয়েক মাসেই আরও ৭০টি বাস রাস্তায় নামতে চলেছে

কয়েক মাসেই আরও ৭০টি বাস রাস্তায় নামতে চলেছে

পশ্চিমবঙ্গ সরকারের একজন ঊর্ধ্বতন পরিবহন কর্মকর্তা এই প্রসঙ্গে বলেন, "আগামী কয়েক মাসে মোট প্রায় দেড় শতাধিক বৈদ্যুতিক বাসকে রাস্তায় দেখা যাবে। কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে ইতিমধ্যে ৮০ টি বাস ব্যবহৃত হচ্ছে। বাকি ৭০ টি বাস হলদিয়া, আসানসোল ও শিলিগুড়িতে যাত্রী পরিবহনের কাজে নামবে।"

 চার্জিং স্টেশন বাড়ানোর পরিকল্পনা সরকারের

চার্জিং স্টেশন বাড়ানোর পরিকল্পনা সরকারের

এই উদ্যোগের সফল বাস্তবায়নের জন্য শহর কলকাতা ও আশেপাশের চার্জিং স্টেশনগুলির সংখ্যাও বাড়ানোরও পরিকল্পনা করেছে সরকার। সমস্ত কিছু যদি পরিকল্পনা অনুযায়ী চলে তবে পরিবহণ বিভাগ এখন থেকে কয়েক বছরের মধ্যে পুরো শহরে সরকারি বাসের পরিবহন ব্যবস্থাকে বৈদ্যুতিন মডেলে রূপান্তরিত করতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে।

জ্বালানি খরচও বেশ কম

জ্বালানি খরচও বেশ কম

এই বাসগুলিতে দূষণের পরিমাণ যেমন কম হয় তেমনই এত জ্বালানি খরচও বেশ সাশ্রয়ী। তাই দূষণ ছেকাৱোর পাশাপাশি রাজ্য কোষাগারেও বাড়তি কিছু সঞ্চয় করা সম্ভব হবে এই বাসের প্রচলন হলে। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন সম্পাদক নারায়ণ স্বরূপ নিগম এই প্রসঙ্গে বলেন, "বৈদ্যুতিক বাসগুলিতে অনেক সুবিধা রয়েছে। এই বাস গুলি জ্বালানি খরচ ডিজেল বাসের তুলনায় প্রায় ৬০ শতাংশ কম। "

English summary
five thousand electric buses are coming on kolkata street to prevent rising pollution
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X