For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেগা ব্রিগেড! হাজির ৫ প্রাক্তন মুখ্যমন্ত্রী, ৩ বর্তমান মুখ্যমন্ত্রী, ৫ বারের মুখ্যমন্ত্রী

আক্ষরিক অর্থেই হেভিওয়েট ব্রিগেড। অনেকে মেগা ব্রিগেডও বলছেন এঁকে। এত বড় ব্রিগেড আর এত হেভিওয়েট নেতার ব্রিগেড আগে কখনও দেখেনি কলকাতা কিংবা ভারত। দাবি সংখ্যার নিরিখে একসঙ্গে এত

  • |
Google Oneindia Bengali News

আক্ষরিক অর্থেই হেভিওয়েট ব্রিগেড। অনেকে মেগা ব্রিগেডও বলছেন এঁকে। এত বড় ব্রিগেড আর এত হেভিওয়েট নেতার ব্রিগেড আগে কখনও দেখেনি কলকাতা কিংবা ভারত। দাবি করেছেন তৃণমূল নেতারা। সংখ্যার নিরিখে একসঙ্গে এত মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, কিংবা প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখেনি কলকাতা।

৫ প্রাক্তন মুখ্যমন্ত্রী

৫ প্রাক্তন মুখ্যমন্ত্রী

১৯ জানুয়ারি ব্রিগেডে থাকা প্রাক্তন মুখ্যমন্ত্রীদের তালিকায় রয়েছেন, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। থাকছেন তাঁর ছেলে ওমর আবদুল্লাও। ওমরও জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। হেভিওয়েটদের মধ্যে থাকছেন এনসিপি নেতা শারদ পাওয়ার। তিনি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী। থাকছেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব। তিনি উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীও বটে। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারাণ্ডি থাকছেন এই সভায়।

সমাবেশে ৫ বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী

সমাবেশে ৫ বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী

সমাবেশে থাকছেন অরুণাচল প্রদেশের ৫ বারের মুখ্যমন্ত্রী গেগং আপাং। দিন কয়েক আগে তিনি বিজেপি ত্যাগ করেছেন। ইতিমধ্যে তিনি কলকাতায় পৌঁছেও
গিয়েছেন।

৩ বর্তমান মুখ্যমন্ত্রী

৩ বর্তমান মুখ্যমন্ত্রী

বর্তমান মুখ্যমন্ত্রীদের তালিকায় যে নামটি প্রথমেই আসে তিনি হলেন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। থাকছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। থাকছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

থাকছেন বর্ষীয়ান দুই নেতা

থাকছেন বর্ষীয়ান দুই নেতা

১৯৮৪ সালে জ্যোতি বসুর নেতৃত্বে কংগ্রেস তথা ইন্দিরা গান্ধী বিরোধী যে কনক্লেভ কলকাতায় হয়েছিল তাতে হাজির হয়েছিল জম্মু ও কাশ্মীরের নেতা ফারুক আবদুল্লা এবং মহারাষ্ট্রের শারদ পাওয়ায়। তাঁরা দুজন এবারের এই ব্রিগেডেও হাজির থাকছেন

বাকি হেভিওয়েটরা

বাকি হেভিওয়েটরা

বাকি থাকা তালিকাটাও ছোট নয়। মূলত বর্তমান প্রজন্মের নেতারা রয়েছেন সেই তালিকায়। শনিবার সকালে কলকাতায় পৌঁছেছেন বিহারের প্রাক্তন
উপমুখ্যমন্ত্রী তথা লালুপ্রসাদ যাদবেব ছেলে তেজস্বী যাদব। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরা তামিলনাড়ুর ডিএমকে
নেতা এমকে স্ট্যালিন। যাঁরা ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছেন ব্রিগেডের সভার উদ্দেশে তাঁরা হলেন, প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা, অরুণ
শৌরি, শত্রুঘ্ন সিনহা, অজিত সিং।

[আরও পড়ুন:রাজ্যে হবে কি বাম-কংগ্রেস জোট, ব্রিগেডের আগে রাহুলের বার্তা নিয়ে অসন্তোষ বামেদের][আরও পড়ুন:রাজ্যে হবে কি বাম-কংগ্রেস জোট, ব্রিগেডের আগে রাহুলের বার্তা নিয়ে অসন্তোষ বামেদের]

English summary
Five ex Chief Minister, three Chief Minister, Ex Prime Minister will present in the 19th January brigade meeting.Five times Arunachal's Ex Chief minister will also present.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X