For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কুণাল ঘোষের পাঁচ দিনের পুলিশ হেফাজত, চলছে অনশনও

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কুণাল ঘোষ
কলকাতা, ২৪ নভেম্বর: গ্রেফতার হওয়া তৃণমূল সাংসদ কুণাল ঘোষকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বিধাননগর আদালত। রবিবার তাঁকে আদালতে পেশ করা হলে বিচারক অপূর্ব ঘোষ এই নির্দেশ দেন। পুলিশ অবশ্য সাত দিনের হেফাজত চেয়েছিল। কিন্তু, সেই আর্জি মঞ্জুর হয়নি।

সারদা-কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে শনিবার রাতে গ্রেফতার করা হয় কুণালবাবুকে। পুলিশ যে তাঁকে গ্রেফতারের প্রস্তুতি নিচ্ছে, তা আগেভাগেই সাংবাদিকদের জানিয়েছিলেন তিনি। অভিযোগ করেছিলেন, একতরফাভাবে মামলা সাজানো হচ্ছে। ইতিমধ্যে কুণালবাবুর গ্রেফতার ঘিরে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। প্রকৃত দোষীদের আড়াল করতে তড়িঘড়ি কুণাল ঘোষকে গ্রেফতার করা হল বলে আক্রমণ শানিয়েছে সিপিএম এবং কংগ্রেস। তারা সিবিআই তদন্তের দাবি জানিয়েছে।

এদিকে, রবিবার ভোরে কুণালবাবুর বাড়িতে এক দফা তল্লাশি চালায় পুলিশ। কম্পিউটারের হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়। বিশ্বস্ত সূত্রের খবর, পুলিশের উদ্ধত আচরণের প্রতিবাদে গ্রেফতার হওয়ার পর থেকেই তিনি অনশন শুরু করেছেন। সারদা-কাণ্ডে আরও একবার সিবিআই তদন্তের দাবি জানিয়ে সরব হয়েছেন।

English summary
Five-day police custody for Kunal Ghosh, hunger strike continues
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X