For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘সবে তো ফার্স্ট উইকেট পড়েছে, চিটফান্ড-কাণ্ডে পুরো তৃণমূল টিমই প্যাভিলিয়নে ফিরবে’, তোপ দিলীপের

‘সবে ফার্স্ট উইকেট পড়েছে। ধীরে ধীরে তৃণমূলের সবাই পাভিলিয়নে ফিরে যাবেন। স্রেফ সময়ের অপেক্ষা। শুধু দেখতে থাকুন, কী হয়।’

  • By Sanjay
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৩ জানুয়ারি : 'সবে তো ফার্স্ট উইকেট পড়েছে। চিটফান্ড-কাণ্ডে পুরো তৃণমূল টিমই প্যাভিলিয়নে ফিরে যাবে। এই তো শুরু, দেখতে থাকুন।' একেবারে ক্রিকেটীয় ভাষায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একেবারে যুদ্ধং দেহি মেজাজে উত্তর দেন বিজেপি রাজ্য সভাপতি। আবারও বাকযুদ্ধ শুরুর অপেক্ষায়।[কু-কথার যুদ্ধ : এবার বিজেপিও পাল্টা এফআইআর করে আইনি লড়াইয়ে নামছে, হুঁশিয়ারি দিলীপের]

দীর্ঘ বিরতির পর হঠাৎ করে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে রোজভ্যালি ইস্যু। নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর যত আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস, ততই সিবিআই জুজু খাঁড়া করা হয়েছে। সুদীপকে তলব দিয়ে শুরু। তিনি একটার পর একটা দিন সময় নিয়েছেন। ইতিমধ্যেই তাপস পালকে রোজভ্যালিকাণ্ডে গ্রেফতার করা হয়েছে। এবার সুদীপকে জেরার প্রস্তুতি সেরে ফেলেছে সিবিআই।[মুখ্যমন্ত্রী শালীনতা জানেন না, এমন সময় আসছে মুখ্যমন্ত্রীকে নবান্ন থেকে ঝাঁপ দিতে হবে : দিলীপ]

‘সবে তো ফার্স্ট উইকেট পড়েছে, চিটফান্ড-কাণ্ডে পুরো তৃণমূল টিমই প্যাভিলিয়নে ফিরবে’, তোপ দিলীপের

তাপস পালের গ্রেফতারি প্রসঙ্গেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ব্যাখা করেছেন, 'সবে ফার্স্ট উইকেট পড়েছে। ধীরে ধীরে তৃণমূলের সবাই পাভিলিয়নে ফিরে যাবেন। স্রেফ সময়ের অপেক্ষা। শুধু দেখতে থাকুন, কী হয়।' এমন একটা সিচুয়েশনে তিনি এই মন্তব্য করেছেন, যখন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাজিরার কথা সিবিআই দফতরে।[চাইলে মমতার চুলের মুঠি ধরে টানতে টানতে দিল্লির বাইরে বের করে দিতাম : দিলীপ ঘোষ]

তাপস পালকে জেরার ভিত্তিতেই প্রশ্নমালা সাজিয়ে সিবিআই 'বাউন্সার' দিতে তৈরি। এখন প্রশ্ন সিবিআইয়ের সেই বাউন্সার কি ডাক করতে পারবেন সুদীপ, নাকি বাউন্সারের পরেই ইনসুইঙ্গারে একেবারে বোল্ড আউট হয়ে যাবেন তিনি। দিলীপ ঘোষের কথায় তারই ইঙ্গিত।[বিজেপি কেন হাত বাড়াচ্ছে 'হার্মাদ' নেতাদের দিকে?]

এমনিতে নোটকাণ্ড থেকে শুরু করে ধূলাগড় প্রসঙ্গ, বিজেপি ও তৃণমূলের সংঘাত চরমে। প্রতিদিনই নিয়ম করে কথার যুদ্ধ চলছে। এক পক্ষ অন্য পক্ষকে লক্ষ্য করে কথার বাণ ছুড়ছেন। কু-কথায় কলুষিত হচ্ছ রাজনীতির অঙ্গন। এবার তাই ক্রিকেটীয় ঢঙে আক্রমণের রাস্তায় হাঁটলেন বিজেপি রাজ্য সভাপতি।

English summary
First wicket is gone. TMC gradually go back in Pavilion. Just waiting and watch what happens. BJP President attack TMC.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X