For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাগুইআটি কাণ্ডে প্রথম হুমকি মেসেজ অতনুর বান্ধবীর কাছে, পরে বাবার কাছে! চাঞ্চল্যকর তথ্য অভিযুক্ত পুলিশ

বাগুইআটিতে (Baguiati) দুই ছাত্রের হত্যার (murder) ঘটনায় ছত্রে ছত্রে পুলিশের (police) বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠছে। নতুন করে পরিবারের তরফে অভিযোগ করে বলা হয়েছে, ২৪ অগাস্ট প্রথম অতনু দের বান্ধবীর কাছে হুমকি মেসেজ (me

  • |
Google Oneindia Bengali News

বাগুইআটিতে (Baguiati) দুই ছাত্রের হত্যার (murder) ঘটনায় ছত্রে ছত্রে পুলিশের (police) বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠছে। নতুন করে পরিবারের তরফে অভিযোগ করে বলা হয়েছে, ২৪ অগাস্ট প্রথম অতনু দের বান্ধবীর কাছে হুমকি মেসেজ (message) আসে। পুলিশ কেন সেই সময় টাওয়ার লোকেশন দেখে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিল না, সেই প্রশ্ন করছে পরিবার।

অতনুর বান্ধবী ও বাবাকে হুমকি মেসেজ

অতনুর বান্ধবী ও বাবাকে হুমকি মেসেজ

অতনু দের পরিবারের তরফে দাবি করা হয়েছে প্রথম ২৪ অগাস্ট সত্যেন্দ্র হুমকি মেসেজ করে অতনুর এক বান্ধবীকে। তবে তা করা হয়েছিল অতনুর ফোন থেকে। অতনুর এক আত্মীয়ের কাছেও এই মেসেজ করা হয়েছিল বলে সিআইডি সূত্রে খবর। আর তার বাবাকে মেসেজ করে ৩ সেপ্টেম্বর। এই মেসেজ ধরে পুলিশ শুরুতেই কেন ব্যবস্থা নিল না, কেনই বা টাওয়ার লোকেশন ধরে অপরাধীকে গ্রেফতার করা গেল না, সেই প্রশ্ন তুলেছে অতনুর পরিবার। অতনুর বাবা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তাঁকে বিভিন্ন নম্বর থেকে মেসেজ করা হয়েছে।

 পুলিশের ভূমিকায় ক্ষোভ

পুলিশের ভূমিকায় ক্ষোভ

মৃত অভিষেক নস্করের বাবা হরি নস্কর অভিযোগ করেছেন, পুলিশ প্রথম থেকেই মিথ্যা কথা বলে চলেছে। থানায় মেল পৌঁছে গেলেও কেন বাগুইআটি থানা বসিরহাটে পাওয়া দেহ নিয়ে জানালো না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
প্রসঙ্গত ২২ অগাস্ট নিখোঁজ হয় অতনু-অভিষেক। পরিবারের তরফে নিখোঁজের ডায়েরি করা হয় ২৪ অগাস্ট। কিন্তু নিখোঁজ হওয়ার দিনই তাঁদেরকে খুন করা হয়। এবং ২৩ অগাস্ট বাগুইআটি থানা-সহ সবকটি থানায় দেব উদ্ধারের কথা জানিয়ে দেওয়া হয়। তবে কেন ৫ সেপ্টেম্বর মর্গে থাকা ছবি দেখিয়ে শনাক্তকরণের কথা বলা হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন হরি নস্কর।

খুনের পর থেকে বারে বারে সিম বদল

খুনের পর থেকে বারে বারে সিম বদল

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই বন্ধু অতনু দে এবং অভিষেক নস্কর খুনে প্রধান অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী বারে বারে সিম বদল করছে এবং সঙ্গে সঙ্গে তার লোকেশনও চেঞ্চ করছে। যে কারণে পুলিশও ধন্দে পড়ে গিয়েছে। তার শেষ টাওয়ার লোকেশন পাওয়া গিয়েছে হুগলিতে। আগে তার কোনও অপরাধের রেকর্ড পুলিশের কাছে না থাকলেও, সে একেবারে প্রফেশনাল অপরাধীদের মতো কাজ করে চলেছে।

তদন্ত শুরু করেছে সিআইডি

তদন্ত শুরু করেছে সিআইডি

বুধবার মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছিলেন, দ্রুত দোষীদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করতে। আৎ বুধবার বাগুইআটির জোড়া খুনে তদন্তভার হাতে নেওয়ার পরে বৃহস্পতিবার থেকে তদন্ত শুরু করেছে সিআইডি। এদিন সকালেই তদন্তকারী আধিকারিকরা যান বাগুইআটি থানায়। যে গাড়িটিতে অতনু ও অভিষেককে নিয়ে গিয়ে খুন করা হয়েছিল সেই গাড়ির ফরেনসিক পরীক্ষা ব্যবস্থা করা হয়েছে।

মুম্বই সফরের সময় অমিত শাহের নিরাপত্তায় ত্রুটি, গ্রেফতার ১মুম্বই সফরের সময় অমিত শাহের নিরাপত্তায় ত্রুটি, গ্রেফতার ১

English summary
First threatening message came Atanu De's girl friend, claims family in murder of 2 students in Baguiati
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X