For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রীর ঘোষণা সত্ত্বেও বেসরকারি বাস নামেনি রাস্তায়, মালিকপক্ষের সঙ্গে বৈঠকে ফিরহাদ

করোনা মহামারীর জেরে কার্যত লকডাউনে বাস পরিষেবা এতদিন বন্ধ ছিল। করোনা একটু নিয়ন্ত্রণে আসতেই মুখ্যমন্ত্রী মমতা বন্যো কপাধ্যায় নিয়ম শিথিল করে বাস পরিষেবার অনুমতি দিয়েছেন।

Google Oneindia Bengali News

করোনা মহামারীর জেরে কার্যত লকডাউনে বাস পরিষেবা এতদিন বন্ধ ছিল। করোনা একটু নিয়ন্ত্রণে আসতেই মুখ্যমন্ত্রী মমতা বন্যো কপাধ্যায় নিয়ম শিথিল করে বাস পরিষেবার অনুমতি দিয়েছেন। সেইমতো ১ জুলাই থেকে সরকারি বাস চালু হলেও রাস্তায় নামেনি বেসরকারি বাস। সেই অচলাবস্থা কাটাতে সোমবার বাস মালিকদের সঙ্গে বৈঠকে বসবেন ফিরহাদ হাকিম।

বেসরকারি বাস নামেনি রাস্তায়, বৈঠক করবেন ফিরহাদ

সোমবার বাস মালিকদের সঙ্গে বৈঠকে ভাড়াবৃদ্ধি নিয়ে আলোচনা হবে। এখন দেখরা ফিরহাদ হাকিমের নেতৃত্বে বৈঠকে কোনও সমাধান সূত্র উঠে আসে কি না। বৃহস্পতিবার থেকে বিধিনিষেধ উঠলেও ভাড়াবৃদ্ধির দাবিতে অনড় বাস মালিকরা রাস্তায় গাড়ি নামাচ্ছেন না। ফলে মানুষের দুর্ভোগ বাড়ছে। পর্যাপ্ত সরকারি বাসেও সেই হয়রানি কাটছে না।

এই পরিস্থিতির কথা চিন্তা করেই মন্ত্রী ফিরহাদ হাকিম বৈঠকে বসছেন বাস মালিকদের সঙ্গে। বাস মালিকদের দাবি পেট্রোল-ডিজেলের দাম মাত্রাতিরিক্ত হারে বেড়ে গিয়েছে। তারপর করোনা আবহে যাত্রী নিয়ে বিধি-নিষেধ রয়েছে। তাই বাস নামানো দুরুহ হয়ে যাচ্ছে। আর সরকার জানিয়েছে বাস না নামালে কঠোরতর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

বৃহস্পতিবার থেকে রাজ্যে বাস পরিষেবা চালুর নির্দেশ দেওয়া হলেও, বেসরকারি বাস নেমেছে হাতে গোনা কয়েকটি। যে সমস্ত বাস নেমেছে, তারা অতিরিক্ত ভাড়া নিচ্ছে। বাস মালিকরা জানিয়েছে, ভাড়া না বাড়ালে তাঁরা বাস নামাবেন না। লোকাল ট্রেন বন্ধ, এমনিতেও বাস যাত্রী কম। এই পরিস্থিতিতে তাঁরা অপারগ বাস নামাতে।

English summary
Firhad Hakim will meet with owners for running Bus in Kolkata city and West Bengal districts.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X