For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন মেয়র ও ডেপুটি মেয়রের নাম ঘোষণা! সিলমোহর কাউন্সিলরদের বৈঠকে

কলকাতার পরবর্তী মেয়র হচ্ছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ডেপুটি মেয়র হচ্ছেন অতীন ঘোষ। জানানো হয়েছে তৃণমূলের তরফে।

  • |
Google Oneindia Bengali News

কলকাতার পরবর্তী মেয়র হচ্ছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ডেপুটি মেয়র হচ্ছেন অতীন ঘোষ। জানানো হয়েছে তৃণমূলের তরফে। পরে উত্তীর্ণে হওয়া বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর পড়তে চলেছে। সেখানে হাজির থাকার কথা কলকাতায় তৃণমূলের ১২৩ জন কাউন্সিলরের। স্বাধীনতার পরে মেয়রের আসনে ফিরহাদই হতে চলেছেন প্রথম সংখ্যালঘু মেয়র।

নতুন মেয়র ফিরহাদ

নতুন মেয়র ফিরহাদ

ফিরহাদ হাকিমকেই নতুন মেয়র হিসেবে বেছে নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর ঘনিষ্ঠ বৃত্তে যাঁরা থাকেন, তাঁদের মধ্যে ফিরহাদ হাকিম অন্যতম। তৃণমূল ক্ষমতার আসার পর থেকেই মন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন তিনি।

মেয়র পদে প্রথম সংখ্যালঘু

মেয়র পদে প্রথম সংখ্যালঘু

ফিরহাদ হাকিমের নাম মেয়র পদে ঘোষণা করে মাস্টার স্ট্রোক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেননা, স্বাধীনতার পর থেকে তিনিই হতে চলেছেন প্রথম সংখ্যালঘু মেয়র। সামনের লোকসভা ভোটে এই সিদ্ধান্ত যথেষ্টই কাজে লাগবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

ফিরহাদের প্রতিক্রিয়া

ফিরহাদের প্রতিক্রিয়া

তিনি দলের সৈনিক। ফলে দল যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালন করবেন। প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন ফিরহাদ হাকিম।

উত্তর-দক্ষিণ ভারসাম্য

উত্তর-দক্ষিণ ভারসাম্য

ডেপুটি মেয়র পদে মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষকে বসানোর কথা জানিয়ে উত্তর-দক্ষিণ ভারসাম্যেও জোর দিয়েছেন তৃণমূল নেত্রী। অনেক সময় তর্কের খাতিরে চলে আসে উত্তর কলকাতা না দক্ষিণ কলকাতা কাকে প্রাধান্য দিচ্ছে শাসক দল। এক্ষেত্রে দক্ষিণ কলকাতা থেকে মেয়র এবং উত্তর কলকাতা থেকে ডেপুটি মেয়রকে বেছে নেওয়া হল।

জিতে আসতে হবে ৬ মাসের মধ্যে

জিতে আসতে হবে ৬ মাসের মধ্যে

ফিরহাদ হাকিমকে মেয়র পদে বেছে নেওয়া হলেও, তিনি কাউন্সিলর নন। বলা যেতে পারে তাঁর জন্যই কেএমসি-র আইনে সংশোধন করা হয় বৃহস্পতিবার। ফলে মেয়র পদে শপথ নেওয়ার দিন থেকে ছয় মাসের মধ্যে তাঁকে কোনও ওয়ার্ড থেকে জিতে আসতে হবে।

(প্রতীকী ছবি সৌজন্য: পিটিআই)

English summary
Firhad Hakim will be the next Mayor of Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X