For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৯০ শতাংশ কর ছাড়! কলকাতার মহানাগরিক হয়েই মাস্টারস্ট্রোক দিলেন ফিরহাদ

কলকাতা পুরসভার মহানাগরিক হিসেবে শপথ গ্রহণের পরই কর চাড়ের কথা ঘোষণা করে দিলেন ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে মন দিয়ে মানুষের জন্য কাজ করার বার্তা দিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা পুরসভার মহানাগরিক হিসেবে শপথ গ্রহণের পরই কর চাড়ের কথা ঘোষণা করে দিলেন পিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে মন দিয়ে মানুষের জন্য কাজ করার বার্তা দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আস্থার প্রতি মর্যাদা দিয়ে কলকাতা পুরসভার মেয়র হয়েই সবুজায়নে কর ছাড়ের বার্তা দিলেন ফিরহাদ।

সবুজায়নে কর-ছাড়

সবুজায়নে কর-ছাড়

ফিরহাদ সংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সবুজায়নে উদ্যোগী হলেই কলকাতাবাসীর কর ছাড়ের সুবিধা পাবেন। দূষণ নিয়ন্ত্রণ নিয়ে মেয়র হয়েই দিলেন মাস্টারস্ট্রোক। তাঁর কথায়, বাড়ির জমিতে গাছ লাগালে কর ছাড় পাওয়া যাবে।

কর-ছাড়ের ব্যাখ্যা

কর-ছাড়ের ব্যাখ্যা

তিনি বুঝিয়ে বলেন, ধরুন, পাঁচ কাঠা জমির মধ্যে তিন কাঠা জমিতে বাড়ি করলেন। আর বাকি দু-কাঠায় আর্বান ফরেস্ট্রি করলেন। তাহলে ওই দু-কাঠা জমির জন্য ৯০ শতাংশ কর ছাড় দেওয়া হবে। কলকাতা পুরসভা দূষণ রুখতে এই পরিষেবা দেবে।

[আরও পড়ুন:হেরেছি তাই এসেছি! এবার ‘মিথ্যাবাদী'দের হারাতে শুভেন্দুকে গুরুদায়িত্ব দিলেন মমতা][আরও পড়ুন:হেরেছি তাই এসেছি! এবার ‘মিথ্যাবাদী'দের হারাতে শুভেন্দুকে গুরুদায়িত্ব দিলেন মমতা]

ওয়েস্ট রিসাইক্লিং

ওয়েস্ট রিসাইক্লিং

সবুজায়নের পাশাপাশি ওয়েস্ট রিসাইক্লিংয়ের উপরও জোর দেন ফিরহাদ। নিউটাউনে এই পরিকল্পনায় কাজ শুরু হয়েছে। শহরের বিভিন্ন বহুতলের বর্জ্য দিয়ে সার তৈরির প্রক্রিয়া চালু হবে শীঘ্রই। একইসঙ্গে জল-যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার দাওয়াইও দেন তিনি।

[আরও পড়ুন: মমতার স্বপ্নের ‘সবুজ শহর' গড়াই লক্ষ্য, শপথের পর নতুন মহানাগরিকের চার বার্তা ][আরও পড়ুন: মমতার স্বপ্নের ‘সবুজ শহর' গড়াই লক্ষ্য, শপথের পর নতুন মহানাগরিকের চার বার্তা ]

লন্ডনের থেকেও পরিচ্ছনতা

লন্ডনের থেকেও পরিচ্ছনতা

ফিরহাদের কথায়, নেত্রী যে বিশ্বাস রেখেছেন তাঁর মর্যাদা দেব। মুখ্যমন্ত্রীর স্বপ্রের লক্ষ্য কাজ করব। কলকাতাকে লন্ডন করার লক্ষ্যে কাজ এগোচ্ছে। আমার আগে মেয়র হিসেবে শোভন চট্টোপাধ্যায় ভালো কাজ করেছেন। আমি মনে করি, কলকাতা লন্ডন হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এবার আরও ভালো, আরও পরিষ্কার-পরিচ্ছন্ন, আরও উন্নত করে তোলাই লক্ষ্য।

[আরও পড়ুন: বিজেপির অভিসন্ধি পূরণ হল না, ‘প্রাক্তন' শোভন কথা রাখলেন ‘বর্তমান' ফিরহাদের][আরও পড়ুন: বিজেপির অভিসন্ধি পূরণ হল না, ‘প্রাক্তন' শোভন কথা রাখলেন ‘বর্তমান' ফিরহাদের]

English summary
Firhad Hakim decides to tax deduction on plantation in home land. Mayor of Kolkata gives green-message to fulfill Mamata Banerjee’s plan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X