বাগবাজারের ২৪ ঘণ্টার মধ্যে বিধ্বংসী অগ্নিকাণ্ড নিউটাউনে
বাগবাজারের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে ফের আগুন লাগল নিউটাউনে। ঘটনাস্থলে পুলিশ ও দমকল। ঘিঞ্জি এলাকায় হওয়ায় দমকল এখনও পর্যন্ত ধুকতে পারছেনা। বর্তমানে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ঘটনায় ক্ষতিগ্রস্থ নিউটাউনের সুলুংগিরির প্রায় ১৫টি ঝুপড়ি।


স্থানীয় বাসিন্দারা জানান, প্রথম থেকে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে আসে দমকল। সরু অলিগলি এলাকা হওয়ায় অগ্নিগর্ভ স্থান পর্যন্ত পৌঁছাতে পারছে না দমকলের ইঞ্জিন।
স্থানীয় বাসিন্দারা জানান, আচমকাই নিউটাউনের শুলংগুড়ি এলাকায় টিন ও বাঁশের তৈরি ঝুপড়িতে আগুনের শিখা দেখতে পান তারা। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। চোখের নিমেষে দাউদাউ করতে জ্বলতে শুরু করে আশেপাশের ঝুপড়িগুলিও। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। কিন্তু অপরিসর এলাকায় ঢুকে এখনও পর্যন্ত আগুন নেভানোর কাজ শুরু করতে পারেননি দমকলকর্মীরা।
স্থানীয় বাসিন্দারাই এলাকায় একটি জলাশয় থেকে জল তুলে আগুন নেভানো চেষ্টা চালাচ্ছেন। তাতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও আগুন নেভেনি।