For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চার ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে চ্যাটার্জি ইন্টারন্যাশনাল বিল্ডিংয়ে আগুন

Google Oneindia Bengali News

পার্কস্ট্রিটের চ্যাটার্জি ইন্টারন্যাশনাল বিল্ডিংয়ে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ১২ টি ইঞ্জিন
কলকাতা, ২ সেপ্টেম্বর : প্রায় চার ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এল পার্কস্ট্রিটের প্রাচীন বহুতল চ্যাটার্জি ইন্টারন্যাশনাল বিল্ডিংয়ের আগুন। দমকলের ২৫টি ইঞ্জিন ঘটনাস্থলে ছিল। বিভিন্ন বাধা সত্ত্বেও যেভাবে দ্রুততার সঙ্গে আগুনের মোকাবিলা করা হয়েছে তার জন্য বিপর্যয় মোকাবিলা মন্ত্রী, পুরসভার মেয়র এবং কলকাতার নগরপালকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী। বললেন, বিপর্যয় মোকাবিলা মন্ত্রী, পুরসভার মেয়র এবং কলকাতার নগরপাল দ্রুততার সঙ্গে কাজ করেছেন সেই কারণেই বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ খান জানিয়েছেন, প্রায় ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। হতাহতের তো কোনও খবর নেই পাশাপাশি বহুতলে কারোর আটকেও নেই। এই ঘটনা ঘটার সময়ে যে বহুতলে কেউ ছিল না তা বলা যায় না। কারণে এই ঘটনার ফলে দুই মহিলার লিফটে আটকে যাওযার খবর পাওয়া গিয়েছে।
পার্কস্ট্রিটে চ্যাটার্জি ইন্টারন্যাশনাল বিল্ডিংয়ে ভয়াবহ আগুন

কলকাতা, ২ সেপ্টেম্বর : কলকাতার প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিটের চ্যাটার্জি ইন্টারন্যাশনাল বিল্ডিংয়ে মঙ্গলবার সকালে ভয়াবহ আগুন লাগে। এই বহুতলের ১৫ ও ১৬ তলায় মূলত আগুন লেগেছে। প্রথমে দমকলের ৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা চালায় পরে আবশ্য আরও ৭টি ইঞ্জিন পৌছেয়ছে। এই ঘটনায় হতাহতের কোনও খবর আপাতত না মিললেও আটকে পড়ার আশঙ্কা রয়েছে।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Kolkata: Fire breaks out at Chatterjee International Centre <a href="http://t.co/DR19JVQDSL">pic.twitter.com/DR19JVQDSL</a></p>— ANI (@ANI_news) <a href="https://twitter.com/ANI_news/statuses/506659230334480384">September 2, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Kolkata: Fire break out at Chatterjee International Centre <a href="http://t.co/bbvpvPJKOz">pic.twitter.com/bbvpvPJKOz</a></p>— ANI (@ANI_news) <a href="https://twitter.com/ANI_news/statuses/506660554929217536">September 2, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

পুলিশের তরফে জানানো হয়েছে, সকাল সাড়ে আটটা নাগাদ বিল্ডিং থেকে প্রথমে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। প্রথমে ১৫ তলায় আগুন লাগে তারপর তা ১৬ তলাতেও ছড়িয়ে পড়েছে। ফলে অফিসের সময় চালু না হওয়ায় বড় সড় ক্ষতি এড়ানো গিয়েছে। তবে কয়েকজনের বহুতলের ভিতরে আটকে থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, অথচ ১৬ তলার মতো উচ্চতায় পৌছনোর মতো পর্যাপ্ত পরিকাঠানো দমকলের না থাকায় আগুন নেভাতে সমস্যা হচ্ছে।

পার্ক স্ট্রিটের ওই এলাকা আপাতত পুলিশ ঘিরে দিয়েছে, যাতে বিনা বাধায় দমকল আগুন নেভানোর কাজ করতে পারে। বন্ধ করে দেওয়া হয়েছে জহরলাল নেহেরু রোডের দক্ষিণমুখী রাস্তা৷ এছাড়াও, বিল্ডিং সংলগ্ন আরও কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে৷ ফলে শহরের ব্যস্ততম রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় কত ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি এখনও।

English summary
Fire in Chatterjee International building near Park Street
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X