For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বজ্র আঁটুনি ফসকা গেরো! কার্নিভালের মহা-আয়োজনের মধ্যেই দাউদাউ জ্বলে উঠল আগুন

দুর্গা কার্নিভালের আগেই বিপত্তি। মূল মঞ্চের অদূরেই লাগল আগুন। আতঙ্ক ছড়াল নিমেষেই। দমকলের তিনটি ইঞ্জিন চটজলদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুনও নেভে। কিন্তু সেই আগুন রেখে যায় একাধিক প্রশ্ন।

  • |
Google Oneindia Bengali News

দুর্গা কার্নিভালের আগেই বিপত্তি। মূল মঞ্চের অদূরেই লাগল আগুন। আতঙ্ক ছড়াল নিমেষেই। দমকলের তিনটি ইঞ্জিন চটজলদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুনও নেভে। কিন্তু সেই আগুন রেখে যায় একাধিক প্রশ্ন। এত নিরাপত্তা সত্ত্বেও কেন আগুন গ্র্যান্ড কার্নিভালের মঞ্চে? এর মধ্যেও কি রয়েছে চক্রান্ত? খতিয়ে দেখছে পুলিশ। খতিয়ে দেখছে দমকলও।

বজ্র আঁটুনি ফসকা গেরো! কার্নিভালের মহা-আয়োজনের মধ্যেই দাউদাউ জ্বলে উঠল আগুন

রাত পোহালেই রেড রোডে আয়োজিত হবে গ্র্যান্ড কার্নিভাল। পুজো শেষে ঠাকুর দেখা। মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখা নয়, ঠাকুরই ঘুরে ঘুরে আসবে আপনার কাছে। একসঙ্গে ৭৫টি সেরা প্রতিমা দেখার মহার্ঘ সুযোগ। থাকছে এলাহি ব্যবস্থা। নিরাপত্তায় কোথাও কোনও খামতি রাখছে না প্রশাসন।

এরই মধ্যে বেধে গেল বিপত্তি। সোমবার বিকেলে হঠাৎই একটি মঞ্চে আগুন লেগে যায়। চটজলদি সেই আগুন নিভিয়েও দেয় দমকল। এরপর শুরু হয়েছে তদন্ত। সেইসঙ্গে চলছে নিশ্ছিদ্র নিরাপত্তায় সমস্ত ব্যবস্থা প্রস্তুত রাখার কাজ। মঙ্গলবার বিকেল সাড়ে চারটেয় গ্র্যান্ড কার্নিভাল হবে কলকাতার রেড রোডে।

[আরও পড়ুন:মমতাকে নিয়ে বিস্ফোরক মুকুল! তার বিরুদ্ধে কত মামলা, ছেলেকে নিয়ে যা বললেন বিজেপি নেতা][আরও পড়ুন:মমতাকে নিয়ে বিস্ফোরক মুকুল! তার বিরুদ্ধে কত মামলা, ছেলেকে নিয়ে যা বললেন বিজেপি নেতা]

এই কার্নিভালের জন্য মোট ২ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। যান চলাচল ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয়েছে। কার্নিভালের দিন হসপিটাল রোড, ক‍্যাসুরিনা অ্যাভিনিউ, মেয়ো রোডে আংশিক বন্ধ থাকবে। যান চলাচলের জন্য খোলা থাকবে জওহরলাল নেহরু রোড। মূল মঞ্চে থাকবে মোট ৯০ জন।

[আরও পড়ুন:চাপ বাড়ছে মুকুলের ওপর! একাধিক ঘনিষ্ঠকে নিয়ে বার্তা মমতার প্রশাসনের][আরও পড়ুন:চাপ বাড়ছে মুকুলের ওপর! একাধিক ঘনিষ্ঠকে নিয়ে বার্তা মমতার প্রশাসনের]

মঞ্চের চারদিকে থাকবে সাদা পোশাকের পুলিশকর্মী, থাকবে কলকাতা পুলিশের এসটিএফের পুলিশকর্মীরা। বুধবার সকাল থেকেই গোটা রেড রোডে স্নিফার ডগ দিয়ে তল্লাশি করা হবে। থাকবে বম্ব স্কোয়াডের পুলিশকর্মীরা। পাশাপাশি অনুষ্ঠান চলাকালীন থাকবে স্যাফ, র‍্যাফও। বিদেশি পর্যটকদের জন্য ১৫০০টি আসন সংরক্ষিত রয়েছে। মোট আসন থাকবে ২০ হাজার।

[আরও পড়ুন: মুকুল 'যোগে' মাথা চাড়া 'নতুন' জনসাধারণের কমিটির! ঘুম ছুটেছে মমতার দলের][আরও পড়ুন: মুকুল 'যোগে' মাথা চাড়া 'নতুন' জনসাধারণের কমিটির! ঘুম ছুটেছে মমতার দলের]

English summary
Fire catches in the stage of Grand Durga Carnival at Red Road of Kolkata. Carnival super-arrangement faces in big trouble. Three fire brigades put out fire,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X