For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নবমহাকরণে ভয়াবহ আগুন, দমকলের ২৩টি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে

Google Oneindia Bengali News

কলকাতা, ১০ এপ্রিল : স্ট্র্যান্ড রোডর নবমহাকরণ বা নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে ভয়াবহ আগুন। দমকলের ২৩ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের জেরে অফিসের মধ্যে অনেকে আটকে পড়েছিলেন তবে অফিস থেকে কর্মীদের বের করে আনা হয়। আর ভিতরে কেউ আটকে নেই বলে জানিয়ে দিয়েছে দমকল কর্তৃপক্ষ। কালো ধোঁয়ায় চারিদিক ভরে গিয়েছে। দুর্যোগ মোকাবিলা বাহিনীও সময়মতো পৌছেয় ঘটনাস্থলে।

প্রত্যক্ষদর্শীদের কথায় প্রথমে আটতলার একটি জানলা থেকে ধোয়া বেরতে দেখা যায়। সেই ধোঁয়া ক্রমশ কালো হয়ে কুণ্ডলী পাকাতে শুরু করে। পরে ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের কারণে লিফট ও সামনের সিড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। পিছনের দরজা দিয়ে অফিসের ভিতরে আটকে পড়া কর্মীদের বার করে আনা হয়। নবমহাকরণের কমউচ্চতার বহুতলের ছাদ থেকেই বড় বিল্ডিংয়ের বহুতলে জল দেওয়া হয়েছে।

নবমহাকরণে ভয়াবহ আগুন, দমকলের ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে


কী থেকে আগুন লেগেছে সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে, এই বিল্ডিংয়ে বহু অফিস রয়েছে, সরকারি দফতর রয়েছে। দফতরে প্রচুর কাগজ, নথিপত্র রয়েছে যা দাহ্য। তা থেকেই আগুন ছড়িয়ে পড়ছিল বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় বহু দরকারি সরকারি নথি নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের ঘরে লেগেছিল।

English summary
Fire breaks out at New Secretariat Building; 20 fire tenders rush to spot
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X