For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাড়াতাড়ি আগুন নেভাতে পদক্ষেপ মমতার সরকারের! আসছে ফায়ার বল

আগুন নেভাতে এবার ফায়ার বল কেনার সিদ্ধান্ত দমকল দফতরের। প্রয়োজনে এই বল বাড়িতেও ব্যবহার করা যেতে পারে।

  • |
Google Oneindia Bengali News

আগুন নেভাতে এবার ফায়ার বল কেনার সিদ্ধান্ত দমকল দফতরের। প্রয়োজনে এই বল বাড়িতেও ব্যবহার করা যেতে পারে। যেখানে আগুন লেগেছে, সেই জায়গা লক্ষ্য করে এই বল ছুড়তে হবে। আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণের পর আগুন নেভাতে সাহায্য করবে।

তাড়াতাড়ি আগুন নেভাতে পদক্ষেপ মমতার সরকারের! আসছে ফায়ার বল

ফায়ার বল দেখতে অনেকটাই বাস্কেট বল কিংবা ফুটবলের মতো। বিশেষজ্ঞরা বলছেন, যদি ঘোরা জায়গায় আগুন লাগে তাহলে এই ফায়ার বল আগুন নেভাতে গুরুত্ব পূর্ণ ভূমিকা নিতে পারে। আগুনের উৎসে এই বল নিক্ষেপ করতে পারলে তাড়াতাড়ি আগুন নিভতে পারে। আগুন ছড়ানোর আগে, এই বল ব্যবহার করতে পারলে তা খুব কার্যকরী বলে সূত্রের খবর।

ফায়ার বলের মধ্যে থাকে রাসায়নিক। নাম ড্রাই মনো অ্যামোনিয়াম ফসফেট। হাত থেকে পড়ে গেলেও কিছু হয় না। তবে আগুনের সংস্পর্শে এলেই রাসায়নিক বিক্রিয়ায়
বিস্ফোরণ হয়। দাহ্য বস্তুর সঙ্গে অক্সিজেনের মধ্যে একটি স্তর তৈরি করে, আগুন নেভাতে সাহায্য করে।

বল বানানো সংস্থার তরফে দাবি, ১২০ ডেসিবেল পর্যন্ত আওয়াজ হতে পারে। এগুলির একএকটির দাম ১ হাজার থেকে বারোশো টাকা।

রাজ্যের দমকল দফতর সূত্রে খবর, আপাতত ২ হাজার এমন বল কেনা হবে। চিনের একাধিক সংস্থা এই বল তৈরি করে। তবে এই বল কিনতে টেন্ডার ডাকার প্রক্রিয়া চলছে বলে সূত্রের খবর। সংস্থাগুলিকে বলা হয়েছে, তাদের বলগুলির কার্যকারিতা বোঝাতে কলকাতায় আসার জন্য।

English summary
Fire ball will be used in Kolkata to put fire under control
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X