For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফুলবাগানে কলকাতা পুলিশের কার্যালয়ে বিধ্বংসী আগুন, ৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

ফুলবাগানে কলকাতা পুলিশের কার্যালয়ে বিধ্বংসী আগুন, ৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

Google Oneindia Bengali News

ফুলবাগানে কলকাতা পুলিশের অফিসে আজ ভোরেই আগুন লাগে। ভোর পাঁচটা নাগাদ আগুন দেখতে পেয়ে সেখানকার কর্তব্যরত কর্মীরাই দমকলে খবর দেন। কলকাতা পুলিশের ডিসি ইএসডির অফিসের দোতলায় আগুন ছড়িয়ে পড়ে। দমকলের ৫টা ইঞ্জিন ঘটনাস্থলে যায়। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফুলবাগান সংলগ্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

ফুলবাগানে কলকাতা পুলিশের কার্যালয়ে বিধ্বংসী আগুন

কীভাবে আগুন লাগত তা এখনও স্পষ্ট নয়। তবে আগুনে প্রচুর দরকারি নথি নষ্ট হয়েছে বলে জানা িগয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনও স্পষ্ট করে জানা যায়নিষ দমকলকর্মীরা ঘটনাটি খতিয়ে দেখতে। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এখনও প্রচুর ধোঁয়া বের হচ্ছে বাড়িটি থেকে। কুলিংয়ের কাজ করছেন দমকল কর্মীরা।

গত কয়েক মাসে কলকাতায় একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মহেশতলায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। রোবট নামিয়ে আগুন নেভানোর কাজ করেছে দমকল। গভীর রাত পর্যন্ত সেই আগুন জ্বলেছে। দমকল মন্ত্রী সুজিত বসু রাতেই সেখানে গিয়েছিলেন। কীভাবে মহেশতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
কয়েকদিন আগেও করোনা পরিস্থিতির মধ্যে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শহরে।

English summary
Fire at Phulbagan Kolkata police office 5 fire tenders at spot
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X