For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কামরা জুড়ে কালো ধোঁয়া, আর্ত চিৎকার, ভাঙা হল মেট্রো ট্রেনের কাঁচের জানলা

আগুন লাগার ঘটনায় কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের দিকেই আঙ্গুল তুললেন যাত্রীরা।

  • |
Google Oneindia Bengali News

ময়দান স্টেশনে ঢোকার মুখেই কামরার নিচ থেকে ভেসে আসে এক স্পার্কিংয়ের মতো শব্দ। তা এতটাই জোরালো ছিল যে লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। দমদমগামী এসি মেট্রোর একদম প্রথম কামরাতে এই ঘটনা ঘটে। এরই মধ্যে মেট্রো ট্রেনটি ময়দান স্টেশনে ঢুকছিল। কিন্তু, যাত্রীদের তুমুল চিৎকারে তার আগেই ট্রেন থামিয়ে দেন চালক।

কামড়া জুড়ে কালো ধোঁয়া, আর্ত চিৎকার

ততক্ষণে প্রথম পুরো কামরা ধোঁয়ায় ভরে গিয়েছে। বিপদ বুঝে চালক ট্রেনের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ফলে আতঙ্কের সেই পরিবেশকে আরও বীভিষিকাময় করে তোলে গাঢ় অন্ধকার। তারমধ্য়েই যাত্রীরা তুমুল চিৎকার চেচামেচি করতে থাকেন। অনেকে দরজা জানলায় সমানে বাড়ি মারতেও থাকেন।

বেশ কিছু যাত্রী মেট্রোরেলের এমার্জেন্সি নম্বরেও ফোন করার চেষ্টা করেন। কিন্তু, অভিযোগ উল্টো দিক থেকে কোনও উত্তর মেলা তো দূরের কথা কেউ ফোনই তোলেননি। এরমধ্যে বেপাত্তা হয়ে যান চালকও। অন্ধকার সুড়ঙ্গের মধ্যেই অসহায় যাত্রীদের নিয়ে দাঁড়িয়ে থাকে ট্রেনটি। কিছু পরে কয়েকজন যাত্রী কামড়ার বেশ কয়েকটি জানলার কাঁচ ভেঙে ফেলেন। কামরার ভিতরে থাকা অগ্নি-নির্বাপক সিলিন্ডার দিয়ে দরজা ভাঙারও চেষ্টা করা হয়। কিন্তু এতে কোনও লাভ হয়নি। কোনও যাত্রীই বাইরে বেরিয়ে আসতে পারেননি।

ইতিমধ্যে অন্ধকারের মধ্যে চিৎকার চেচামেচি, হুড়োহুড়ি, আতঙ্ক এবং ধোঁয়ার জেরে বেশ কিছু যাত্রী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের অধিকাংশই বয়স্ক। যাত্রীদের দাবি প্রায় পৌনে একঘন্টা পড়ে ঘটনাস্থলে আসে উদ্ধারকারী দল। এমার্জেন্সি গেট দিয়ে একে একে সমস্ত যাত্রীকে বের করে আনা হয়।

[আরও পড়ুন:গয়ংগচ্ছ ভাব মেট্রো কর্তৃপক্ষের! এই ভোগান্তি আর কতদিন ][আরও পড়ুন:গয়ংগচ্ছ ভাব মেট্রো কর্তৃপক্ষের! এই ভোগান্তি আর কতদিন ]

ট্রেনটি যেখানে দাঁড়িয়েছিল, সেখান থেকে প্ল্যাটফ্রমনের দূরত্ব কম করেও ৮০০ গজ। রেল লাইন দিয়ে হাঁটিয়ে যাত্রীদের সকলকে প্ল্যাটফর্মে আনা হয়। অসুস্থ যাত্রীদের স্ট্রেচারে করে প্ল্য়াটফর্মে তোলা হয়। তাঁদের কয়েকজনকে মেডিকাল কলেজে এবং বাকিদের এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়।

মহিলা যাত্রীদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। তাঁরা জানান, মেট্রোর কামড়া থেকে জীবিত ফেরার আশাই করেননি। যাত্রীদের অভিযোগ রেকের ভিতরে থাকা কোনও সুইচ এবং এমার্জেন্সির ব্যবস্থার কিছুই কাজ করেনি। মোবাইল নেটওয়ার্কও ঠিক মতো কাজ না করায়, সমস্যা আরও বেড়ে যায়। গোটা ঘটনায় যাত্রীরা মেট্রো-কর্তৃপক্ষের দিকেই আঙুল তুলেছেন।

[আরও পডুন:মেট্রো অগ্নিকাণ্ডে পিজি-তে ভর্তি অসুস্থরা, ময়দান স্টেশনে দমকলমন্ত্রী ও পুলিশ কমিশনার ][আরও পডুন:মেট্রো অগ্নিকাণ্ডে পিজি-তে ভর্তি অসুস্থরা, ময়দান স্টেশনে দমকলমন্ত্রী ও পুলিশ কমিশনার ]

[আরও পডুন: ময়দানে মেট্রোর রেকে আগুন, ধোঁয়ায় অসুস্থ ১৬, সাগর থেকে নজর মুখ্যমন্ত্রীর][আরও পডুন: ময়দানে মেট্রোর রেকে আগুন, ধোঁয়ায় অসুস্থ ১৬, সাগর থেকে নজর মুখ্যমন্ত্রীর]

English summary
The passengers have raised fingers towards the Kolkata Metro Rail Authorities in the fire incident.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X