ভষ্মীভূত এফডি ব্লকের পুজো মণ্ডপ, ফরেন্সিক তদন্ত হবে, খতিয়ে দেখে জানালেন দমকলমন্ত্রী
বুধবার সাত সকালে সল্টলেকের এফডি ব্লকের পুজো মণ্ডপে বিধ্বংসী আগুন। মুহূর্তে পুড়ে ছাই হয়ে গেল মণ্ডপ। সেসময় প্রতিমা ছিল মণ্ডপের ভেতরে। আজই বিসর্জন হওয়ার কথা ছিল। দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সকালেই ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু।

সকাল ৬টা ২০ মিনিট নাগাদ আগুন লাগে দুর্গামণ্ডপে। সেসময় সেখানে কেউ ছিলেন না। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে মুহূর্তে তা গোটা মণ্ডপে ছড়িয়ে পড়ে। বিধাননগর দক্ষিণ থানার পুলিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। একেবারে পুড়ে গিয়েছে গোটা মণ্ডপ। ফরেন্সিক তদন্তও করানো হবে বলে জানিয়েছেন দমকল মন্ত্রী। ইতিমধ্যেই তিনি পুলিসের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন।
এফডি ব্লকের পুজো মণ্ডপে আগুনের ঘটনাকে সহজভাবে নিতে রাজি নন দমকলমন্ত্রী। কীভাবে আগুন লাগল তার উৎসের সন্ধান শুরু করেছেন তিনি। পুলিশের রিপোর্ট খতিয়ে দেখে ফরেন্সিক তদন্ত করানোর কথা জানিয়েছেন তিনি। সকালেই সেখানে পরিদর্শনে যায় পুলিস ও দমকলের আধিকারিকরা।
