For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রের নির্দেশ না মেনে লালবাতি দেওয়া গাড়ি ব্যবহার করায় এফআইআর বরকতির বিরুদ্ধে

কলকাতার টিপু সুলতান মসজিদের শাহী ইমাম মৌলানা নূর-উর রেহমান বরকতি কেন্দ্রের নির্দেশ অমান্য করে দিব্যি লালবাতি লাগানো গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন। এজন্য তাঁর বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

গাড়িতে লালবাতি লাগাতে নিষেধ করেছে কেন্দ্র সরকার। লালবাতি দেওয়া গাড়ি একপ্রকার নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তবে কলকাতার টিপু সুলতান মসজিদের শাহী ইমাম মৌলানা নূর-উর রেহমান বরকতি সেই নির্দেশ অমান্য করে দিব্যি লালবাতি লাগানো গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন। এজন্য তাঁর বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের হয়েছে।

বরকতি সাহেব প্রথম থেকেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরোধিতায় সরব হয়েছেন। রাজ্যের শাসক দল তৃণমূলের হয়ে গলা ফাটিয়ে বিজেপি তথা আরএসএসের বিরুদ্ধে একাধিকবার সুর চড়িয়েছেন। লালবাতি দেওয়া গাড়ি না চড়ার প্রসঙ্গ এলে একেবারে সরাসরি কেন্দ্রের নির্দেশ অমান্য করেছেন।

লালবাতি দেওয়া গাড়ি ব্যবহার করায় এফআইআর বরকতির বিরুদ্ধে

বরকতির ব্যাখ্যা, তিনি কেন্দ্রের নির্দেশ মানতে বাধ্য নন। বলেছেন, আমি একজন ধর্মীয় নেতা। গত কয়েক দশক ধরেই লালবাতি দেওয়া গাড়ি চড়ছি। কেন্দ্রের নির্দেশ আমি মানি না। ওরা নির্দেশ দেওয়ার কে? বাংলায় শুধু রাজ্য সরকারের নির্দেশ চলবে।

প্রসঙ্গত, ভিআইপি সংষ্কৃতিতে মুছে ফেলতে কেন্দ্র সমস্ত গাড়ি থেকে লালবাতি সরিয়ে ফেলতে নির্দেশ দেয়। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাড়িতেও লালবাতি না লাগানোর কথা বলা হয়েছে। এবং গত ১ মে থেকে এই নির্দেশ চালু করেছে নরেন্দ্র মোদী সরকার।

English summary
FIR filed against Maulana Noor-ur Rehman Barkati for use of red beacons
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X