For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুদীপ-রোজভ্যালি আর্থিক লেনদেন প্রকাশ্যে, ফের হেফাজতে চাইবে সিবিআই

রোজভ্যালিকাণ্ডে গ্রেফতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়ের ৬ দিনের সিবিআই হেফজতের মেয়াদ শেষ। সোমবারই তাঁকে আদালতে পেশ করে ফের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে সিবিআই।

  • By Sanjay
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৯ জানুয়ারি : রোজভ্যালিকাণ্ডে গ্রেফতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়ের ৬ দিনের সিবিআই হেফজতের মেয়াদ শেষ। সোমবারই তাঁকে আদালতে পেশ করে ফের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে সিবিআই। সিবিআই তদন্তকারী অফিসাররা মনে করছেন. তৃণমূলের এই হেভিওয়েট সাংসদকে আরও জেরা প্রয়োজন। সেই কারণেই আরও ৬ দিনের হেফাজতের আবেদন জানাতে চলেছেন সিবিআইয়ের আইনজীবীরা।[রোজভ্যালি-যোগ প্রমাণে সুদীপের লেখা সুপারিশ-চিঠিই এখন হাতিয়ার সিবিআইয়ের]

ইতিমধ্যেই সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন, সুদীপবাবু দু'দফায় রোজভ্যালি কর্তার কাছ থেকে ৫ লক্ষ করে টাকা নিয়েছেন। দু'জন বিশ্বাসভাজনকে পাঠিয়ে তিনি এই টাকা আনেন রোজভ্যালির অফিস থেকে। শুধু এই দুইবারই নয়, তদন্তকারীরা মনে করছেন, এমন একাধিক লেনদেন হয়েছে আরও।[গোপন ফোনের সূত্র ধরে সুদীপের মধ্যস্থতায় তৃণমূল বিধায়কের রোজভ্যালি যোগ]

সুদীপ-রোজভ্যালি আর্থিক লেনদেন প্রকাশ্যে, ফের হেফাজতে চাইবে সিবিআই

যে দু'জনকে রোজভ্যালি অফিসে পাঠিয়ে সুদীপবাবু টাকা নিয়ে আসেন, তাঁদের গোপন জবানবন্দি নেওয়ার জন্য এদিন আদালতে পেশ করা হবে। এই প্রমাণ দাখিল করেই ধৃত এই তৃণমূল সাংসদকে ফের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হচ্ছে।
সিবিআইয়ের তদন্তকারীরা মনে করছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আরও জেরার প্রয়োজন। কেননা তাঁর রোজভ্যালি-যোগ ক্রমশ প্রকাশ্য হচ্ছে। আর্থিক লেনদেনের বিষয়গুলিও সামনে আসতে শুরু করেছে। আরও জেরা করলে আরও লেনদেন ও রোজভ্যালির সঙ্গে তৃণমূল সাংসদের যোগ প্রকাশ হবে।[রোজভ্যালির থাবায় সেন্ট জেভিয়ার্স, গৌতম কুণ্ডর ছেলের ভর্তির ঘটনায় তলব প্রিন্সিপাল]

এদিকে, এদিনই দলের দুই সাংসদকে রোজভ্যালিকাণ্ডে গ্রেফতারের প্রতিবাদে ভুবনেশ্বরে বিক্ষোভ দেখাবে তৃণমূল। তৃণমূল সাংসদ সুব্রত বক্সির নেতৃত্বে ভুবনেশ্বরে এই বিক্ষোভ প্রদর্শন করা হবে। কলকাতার সিবিআই দফতর সিজিও কমপ্লেক্সের অফিস ঘেরাও করেও বিক্ষোভ দেখাবে তৃণমূল কংগ্রেস। সেইসঙ্গে দিল্লিতেও বিক্ষোভ কর্মসূচি নিয়েছে তৃণমূল। বুধবার পর্যন্ত লাগাতার বিক্ষোভ চালানোর পরিকল্পনা গ্রহণ করেছে তৃণমূল।[সুদীপের সঙ্গে দেখা করে ভাবাবেগ দেখালেও, তাপস পাল ব্রাত্যই রইলেন পার্থদের কাছে]

English summary
CBI has been revealed financial transactions between Sudip Banerjee and Rose valley. So, CBI will appeal to Court for own custody of him .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X