For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৈশাখী কন্যার স্কুলে পরিবারের বর্ণনা! শোভনের 'নতুন' নাম শুনলে আপনিও চমকে যাবেন

বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কন্যার স্কুলে পরিবারের বর্ণনায় রয়েছেন শোভন চট্টোপাধ্যায়ও। নিজের বাবা মা, দাদু-দিদার সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের নামও উল্লেখ করেছে সে।

  • |
Google Oneindia Bengali News

বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কন্যার স্কুলে পরিবারের বর্ণনায় রয়েছেন 'বন্ধু' শোভন চট্টোপাধ্যায়ও। নিজের বাবা মা, দাদু-দিদার সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের নামও উল্লেখ করেছে বৈশাখী কন্যা। সংবাদ মাধ্যমে এমনটাই জানিয়েছেন বিজেপি নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তবে সেখানে বৈশাখী কন্যা শোভন চট্টোপাধ্যায়কে উল্লেখ করেছে 'দুষ্টু' নামে।

বৈশাখী কন্যার স্কুলে পরিবারের বর্ণনা! তবে শোভনের নতুন নাম শুনলে চমকে যাবেন

কলেজ অধ্যক্ষের পরিচিতি ছাড়িয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বড় পরিচিতি এখন শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী হিসেবে। তাঁকে পরিবার সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল সংবাদ মাধ্যমের তরফে।

[আরও পড়ুন: বিজেপিতে যোগের একসপ্তাহের মধ্যেই তাল কাটল! শোভনের সম্বর্ধনায় বৈশাখীর যাওয়া নিয়ে প্রশ্ন চিহ্ন][আরও পড়ুন: বিজেপিতে যোগের একসপ্তাহের মধ্যেই তাল কাটল! শোভনের সম্বর্ধনায় বৈশাখীর যাওয়া নিয়ে প্রশ্ন চিহ্ন]

সেখানে বৈশাখী উল্লেখ করেছেন তাঁর ছয় বছরের কন্যার কথা। সে স্কুলে কী বলেছে তা তিনি বলেছেন। স্কুলে পরিবারের কেকে আছেন প্রশ্ন করা হয়েছিল। সেখানে ছোট্ট কন্যা বলেছে, বাবা মা ছাড়াও দাদু-দিদা রয়েছে। আর রয়েছেন দুষ্ঠু। পরে স্কুল থেকে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল দুষ্টুকে। বৈশাখী জানিয়েছেন পরিবারের অন্যতম লাভেবেল পার্সন।

সূত্রের খবর অনুযায়ী, তিনি বলেছেন কে কী বলল তা তিনি পরোয়া করেন না। কেননা কোনও কিছুই তিনি লুকিয়ে করছেন না। তাঁর কথায়, সুযোগ থাকলেও, শোভনবাবুর সঙ্গে লুকিয়ে তিনি কোথাও যাননি। পরিবারের রক্ষণশীলতার বর্ণনা করতে গিয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেছেন, পরিবারকে মান্য করলে মনোজিৎ মণ্ডলের সঙ্গে তাঁর বিয়ে হওয়ার কথাই নয়।

English summary
Family explanation by Baishakhi Banerjee's daughter in her school. Little daughter mentioned Sovan Chatterjee as Dustu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X