For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০ লক্ষের জালনোট উদ্ধার খাস কলকাতায়! এসটিএফের জালে বমাল দুই পাণ্ডা

কলকাতায় জালনোট চক্রের হদিশ মিলল। এই চক্রের দুই পাণ্ডাকে বমাল গ্রেফতার করল স্পেশাল টাস্ক ফোর্স। তাদের কাছে থেকে উদ্ধার হয়েছে ১০ লক্ষ টাকার জালনোট।

  • |
Google Oneindia Bengali News

কলকাতায় জালনোট চক্রের হদিশ মিলল। এই চক্রের দুই পাণ্ডাকে বমাল গ্রেফতার করল স্পেশাল টাস্ক ফোর্স। তাদের কাছে থেকে উদ্ধার হয়েছে ১০ লক্ষ টাকার জালনোট। এতদিন শুধু মালদহ বা সীমান্তবর্তী জেলাগুলিতে এই জাল নোট চক্রের কারবার চলছিল, এখন কলকাতা শহরেও জাল নোটের কারবার চলছে রমরমিয়ে।

১০ লক্ষের জালনোট উদ্ধার খাস কলকাতায়! এসটিএফের জালে বমাল দুই পাণ্ডা

এদিন এসটিএফ বোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় নারকেলডাঙা মেন রোডে। সেখানে হানা দিয়ে দুই পাণ্ডাকে গ্রেফতার করেন তদন্তকারী অফিসাররা। ধৃতরা হল গোলাম রব্বানি ও আলামিন শেখ। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ১০ লক্ষ টাকাই দু-হাজার টাকার নোট।

অক্টোবর মাসের শেষের দিকে চাঁদনি চকের একটি দোকান থেকে এক যুবককে গ্রেফতার কের এসটিএফ। তাঁকে জেরা করেই জাল নোট চক্রের কলকাতা লিঙ্ক খুঁজে পান গোয়েন্দারা। ওই যুবকের কাছে পাঁচ লক্ষের জাল নোট মিলেছিল। একটি দোকানে জিনিস কিনতে গিয়েছিল। দোকানদারের সন্দেহ হয় নোটগুলি দেখে।

তারপরই তিনি গোপনে খবর দেন কলকাতা পুলিশকে। সেইমতো কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করে। আর তার সূত্র ধরেই গোয়েন্দারা জানতে পারেন, কোন পথে শহরে আসছে জালনোট। সেই পথে হেঁটেই দু-জন পাণ্ডাকে জালে পুরতে সমর্থ হয় এসটিএফ।

English summary
Fake note of 10 lacs is seized by STF from Kolkata. Two miscreants are arrested from Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X