For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যাদবপুরে প্রবেশিকা জট কাটল! জেনে নিন বিস্তারিত

প্রায় তিনদিন ধরে কলাবিভাগের ছাত্রছাত্রীদের রাতভর বিক্ষোভের পর বুধবার প্রবেশিকা পরীক্ষা নিয়ে কাটল জট। এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠকে প্রবেশিকা পরীক্ষা বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

প্রায় তিনদিন ধরে কলাবিভাগের ছাত্রছাত্রীদের রাতভর বিক্ষোভের পর বুধবার প্রবেশিকা পরীক্ষা নিয়ে কাটল জট। এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠকে প্রবেশিকা পরীক্ষা বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত রাখা পরীক্ষা কবে নেওয়া হবে, তা বৃহস্পতিবার জানানো হবে, জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে।

যাদবপুরে প্রবেশিকা জট কাটল! জেনে নিন বিস্তারিত

শেষ পর্যন্ত ছাত্রছাত্রীদের দাবিতেই শিলমোহর যাদবপুরে। বুধবার কর্মসমিতির বৈঠকের পর রেজিস্ট্রার জানান, প্রবেশিকা পরীক্ষা এবং দ্বাদশ শ্রেণিতে পাওয়া নম্বরের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে যাদবপুরে কলা বিভাগের স্নাতকস্তরে। তবে এই পরীক্ষার ব্যাপারে বোর্ড অফ স্টাডিজের কোনও ভূমিকা থাকবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। অ্যাডমিশন কমিটি পুরো পরীক্ষা ব্যবস্থার দায়িত্বে থাকবে বলেও জানানো হয়েছে।

এদিন এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠকে ২২ জুন থেকে চলা কলা বিভাগের ছাত্রছাত্রীদের কার্যকলাপের সমালোচনা করা হয়।

কলা বিভাগের স্নাতকস্তরে প্রবেশিকা পরীক্ষা হওয়ার কথা ছিল ৩ থেকে ৬ জুলাইয়ের মধ্যে। সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দেয় নির্ধারিত দিনে হচ্ছে না প্রবেশিকা পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, যাতে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী আবেদন করতে পারে তার জন্য আবেদন করার দিন ২ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এর জন্য ৩ থেকে ৬ জুলাইয়ের প্রবেশিকা পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে। পরবর্তীতে প্রবেশিকা পরীক্ষার দিন ফের ঘোষণা করা হবে বলেও জানানো হয়।

যদিও ছাত্রছাত্রীদের অভিযোগ ছিল প্রবেশিকা পরীক্ষা স্থগিতের পিছনে শিক্ষামন্ত্রীর ভূমিকা রয়েছে। ফলে সিদ্ধান্ত পরিবর্তনের দাবি, সোমবার থেকেই উপাচার্যের ঘরের সামনে বিক্ষোভে বসেন কলা বিভাগের ছাত্রছাত্রীরা। তাদের দাবি ছিল, যেভাবে ভর্তির নির্দেশিকা বেরিয়েছিল, সেইভাবেই কাজ করতে হবে।

English summary
Executive Council of Jadavpur University takes decision entrance exam for undergraduate arts subjects
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X