For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'হিন্দু ছাড়া সব ধর্মের মানুষই ভারতে উদ্বাস্তু', নাগরিকত্ব বিল নিয়ে বিতর্ক উসকে জবাব রূপার

হিন্দু ছাড়া ভারতে বাকী সব ধর্মের মানুষই উদ্বাস্তু। এমনই জবাব বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের।

  • |
Google Oneindia Bengali News

হিন্দু ছাড়া ভারতে বাকী সব ধর্মের মানুষই উদ্বাস্তু। নাগরিকত্ব বিল নিয়ে প্রশ্ন করা হলে এমনই কড়া জবাব দিয়ে বিতর্ক উসকে দিয়েছেন ভারতীয় জনতা পার্টির নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, হিন্দুরা বাদে বৌদ্ধ, জৈনরাও এদেশে উদ্বাস্তু। কারণ এরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এদেশে এসেছেন।

হিন্দু ছাড়া সব ধর্মের মানুষই ভারতে উদ্বাস্তু, নাগরিকত্ব বিল নিয়ে জবাব রূপার

এখানেই অবশ্য থেমে থাকেননি রূপা। তাঁর দাবি, বাংলাদেশ মুসলমানদের জায়গা। আর ভারতের পশ্চিমবঙ্গ হিন্দুদের স্থান। দেশ ভাগের পর পাকিস্তান মুসলমানদের দেশ হয়েছিল। তাই বাংলাদেশ মুসলমানদের দেশ, ভারতের অংশে থাকা বাংলা হিন্দুদের। সেইসময়ে বহু হিন্দু বাংলাদেশ থেকে ভারতে ফিরে এসেছিলেন।

রূপার আসল প্রেক্ষিত হল অসমের জাতীয় নাগরিক পঞ্জীকরণ ইস্যু। যেখানে ৪০ লক্ষ নাগরিকের নাম বাদ দেওয়া হয়েছে। এবং তার বেশিরভাগই বাঙালি বলে বিরোধীরা অভিযোগ তুলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছেন, এর মধ্যে ২৫ লক্ষ বাঙালি হিন্দু ও ১৩ লক্ষ বাঙালি মুসলমানের নাম বাদ গিয়েছে। বাকী ২ লক্ষের মধ্যে রয়েছে বিহারি ও নেপালি সহ অন্যান্যরা।

[আরও পড়ুন:সারদা-তদন্তে মিসিং লিঙ্কের খোঁজ! তলব ৪ আইপিএসকে][আরও পড়ুন:সারদা-তদন্তে মিসিং লিঙ্কের খোঁজ! তলব ৪ আইপিএসকে]

কেন্দ্র এভাবে নাগরিকপঞ্জীর নামে নাম বাদ দিলে অশান্তি হতে পারে বলে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দেন। সেই প্রেক্ষিতে রূপা মমতাকে তীব্র আক্রমণ শানিয়েছেন। তাঁর পাল্টা বক্তব্য, মুখ্যমন্ত্রী কি জানেন, বাংলায় কত অবৈধ অনুপ্রবেশকারী রয়েছেন? প্রত্যেকদিন বিজেপি নেতা-কর্মীকে খুন করা হচ্ছে। এরাজ্যে যা হচ্ছে সেটা কি কম কিছু? প্রশ্ন করেছেন রূপা।

[আরও পড়ুন:বিজেপি বিরোধী কর্মসূচি! ফের দিল্লি যাচ্ছেন মমতা][আরও পড়ুন:বিজেপি বিরোধী কর্মসূচি! ফের দিল্লি যাচ্ছেন মমতা]

ঘটনা হল, এই মাসের শুরুতে অমিত শাহ কলকাতায় সভা করে জাতীয় নাগরিকপঞ্জী ইস্যুতে রাজ্য সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানান। আগামিদিনে সেটাই যে এরাজ্যে বিজেপির রণকৌশল হতে চলেছে তা এদিন রূপার কথায় ফের স্পষ্ট হয়ে গেল।

[আরও পড়ুন: যোগীর গড়ে উদ্যোগ! নতুন উপায়ে বকরিদ পালনের ডাক][আরও পড়ুন: যোগীর গড়ে উদ্যোগ! নতুন উপায়ে বকরিদ পালনের ডাক]

English summary
Except hindus, all religions are refugee in India, says BJP MP Roopa Ganguly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X