For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভুল প্রশ্ন বিলি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্থগিত সাংবাদিকতার পরীক্ষা

ভুল প্রশ্নপত্র বিলির জেরে স্থগিত হয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ও মাস কমিউনিকেশনের স্নাতক স্তরের পার্টটুর পাস কোর্সের পরীক্ষা।

Google Oneindia Bengali News

বড় রকমের পরীক্ষা বিভ্রাট কলকাতা বিশ্ববিদ্যালয়ে। দ্বিতীয় পত্রের পরীক্ষায় বিলি করা হল তৃতীয় পত্রের প্রশ্ন। আর তার জেরে স্থগিত হয়ে গেল জার্নালিজম ও মাস কমিউনিকেশনের স্নাতক স্তরের পার্টটুর পরীক্ষা।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্থগিত সাংবাদিকতার পরীক্ষা

এদিন সকাল ১০ টা থেকে স্নাতক স্তরের পাস কোর্সের দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। সেই মতো বিশ্ববিদ্যালয়ের আওতায় থাকা ১৬৫টি কলেজে পরীক্ষা শুরু হয়। কিন্তু প্রশ্নপত্র হাতে পেতেই ছাত্রছাত্রীরা বোঝেন কিছু একটা গন্ডোগোল রয়েছে। কারণ দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র হওয়ার কথা ১০০ নম্বরের। সেখানে বিলি হওয়া প্রশ্নপত্রে ফুল মার্কস হিসেবে রয়েছে ৫০। তারপরেই ধরা পড়ে বিলি হওয়া প্রশ্নপত্রগুলি আসলে তৃতীয় পত্রের।

এরপরই বিষয়টি কর্তৃপক্ষের গোচরে আনেন পরীক্ষার্থীরা। গাফিলতি ধরা পড়ায় দ্বিতীয় পত্রের পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে। কিন্তু কলকাতা যেখানে এতজন ছাত্রছাত্রীর ভবিষ্যত জড়িয়ে, সেখানে কিকরে এতবড় ভুল হল তা নিয়ে বিস্মিত শিক্ষাজগত। সহ উপাচার্য (শিক্ষা) দীপক কর জানিয়েছেন একঘন্টার মধ্যেই বিষয়টি খতিয়ে দেখে তাঁরা রিপোর্ট দেবেন। এদিকে স্নাতক স্তরের দ্বিতীয় ও তৃতীয় পত্রের পরীক্ষার ভবিষ্যত কি হবে, তা নিয়ে চিন্তিত পরীশক্ষার্থীরা।

English summary
The part 2 pass course examination of Journalism and Mass Communication graduation level was postponed due to the wrong question paper distribution in Calcutta University.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X