For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়ছে তৃণমূল! একাধিক প্রাক্তন বিধায়কের যোগ, সংগঠন বাড়াতে হাতিয়ার এনআরসি

লোকসভা ভোটের আগে এনআরসি ইস্যুকে কেন্দ্র করে সংগঠন বাড়াতে ময়দানে নামল তৃণমূল কংগ্রেস। তৃণমূলে যোগ দিলেন একাধিক প্রাক্তন বিধায়ক, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানও।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা ভোটের আগে এনআরসি ইস্যুকে কেন্দ্র করে সংগঠন বাড়াতে ময়দানে নামল তৃণমূল কংগ্রেস। তৃণমূলে যোগ দিলেন একাধিক প্রাক্তন বিধায়ক, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানও। অসমে নতুন পার্টি অফিস উদ্বোধন করে পুরনো ওয়ার্কিং কমিটির মেয়াদ আরও দু'মাস বাড়িয়ে দিয়ে গেলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম।

বাড়ছে তৃণমূল! একাধিক প্রাক্তন বিধায়কের যোগদান

এনআরসি-তে অসমে ৪০ লক্ষ নাম বাদ পড়েছে, সেই ইস্যুকে কাজে লাগাতে আগেও অসমে আসার চেষ্টা করেছিল তৃণমূল নেতৃত্ব। সেবার শিলচর বিমানবন্দরে তাঁদের আটকে দেওয়া হয়। এবার অসমে তৃণমূলের পার্টি অফিসে উদ্বোধন করতে এসে ফিরহাদ পরিষ্কার জানিয়ে দেন, আমাদের গ্রেফতার করে আটকে রাখা যাবে না। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, মনে রাখবেন, গণতন্ত্রে পক্ষ-বিপক্ষ উভয়ই আপনাকে মেনে নিতে হবে।

এদিন তাঁর নতুন রাজ্য কমিটি গঠন করার কথা ছিল। তবে নতুন রাজ্য কমিটি তিনি এদিন গড়লেন না। পুরনো ১১ সদস্যের ওয়ার্কিং কমিটিকেই কাজ চালিয়ে যেতে নির্দেশ দিলেন। এই কমিটিতে রয়েছে প্রাক্তনমন্ত্রী গোপীনাথ দাস, প্রাক্তন বিধায়ক মকবুল হোসেন, রয়েছেন সন্তোষ চৌধুরী, জলিল তালুকদার, গোপী বড়ুয়া প্রমুখ। এদিন তৃণমূলে যোগ দোন মাদ্রাসা বোর্ডের প্রাক্তন ডিরেক্টর আবদুল কুয়াইম আলামিন, প্রাক্তন বিধায়ক ইউসুফ আলি, প্রাক্তন বিধায়ক শাহিদ মজুমদার প্রমুখ।

[আরও পড়ুন: কলকাতায় প্রাচীন বিজ্ঞান গবেষণাকেন্দ্রে কেন্দ্রীয় মন্ত্রীর 'গণপতি মহিমা' ব্যাখ্যা! নয়া বিতর্কে আইএসিএ][আরও পড়ুন: কলকাতায় প্রাচীন বিজ্ঞান গবেষণাকেন্দ্রে কেন্দ্রীয় মন্ত্রীর 'গণপতি মহিমা' ব্যাখ্যা! নয়া বিতর্কে আইএসিএ]

উল্লেখ্য, অসমে জাতীয় নাগরিকপঞ্জিকরণের খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পর ৪০ লক্ষ ভারতীয় নাগরিকের নাম বাদ পড়ায় গর্জে উঠেছিল তৃণমূল নেতৃত্ব। তাঁরা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য অসমে আসতে চেয়েছিলেন। কিন্তু ফিরহাদ হাকিমের নেতৃত্বে পরিষদীয় জলকে আটকে দেওয়া হয়েছিল শিলচরে। তারপর একমাসের মধ্যে অসমে এসে এনআরসিকেই ইস্যুকে সংগঠন বাড়ানোর কাজে ব্রতী হলেন ফিরহাদ।

[আরও পড়ুন:চাকরির দুর্দশা! রেলের গ্যাংম্যান পদে আবেদন কোটি কোটি ইঞ্জিনিয়ার, স্নাতকোত্তর পাশ কৃতীদের][আরও পড়ুন:চাকরির দুর্দশা! রেলের গ্যাংম্যান পদে আবেদন কোটি কোটি ইঞ্জিনিয়ার, স্নাতকোত্তর পাশ কৃতীদের]

[আরও পড়ুন:বিজেপি শাসিত রাজ্যে লালসার শিকার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পড়ুয়া! থানায় হয়রানির অভিযোগ][আরও পড়ুন:বিজেপি শাসিত রাজ্যে লালসার শিকার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পড়ুয়া! থানায় হয়রানির অভিযোগ]

English summary
Ex MLAs of Assam join in Trinamool Congress on NRC issue. Firhad Hakim joins them in program of party office opening.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X